বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০২৩, ০৫:১৬:৩০

ঘরে ঢুকেই তরুণীর হাত ধরে চুমু খেলেন মহেশ ভাট!

ঘরে ঢুকেই তরুণীর হাত ধরে চুমু খেলেন মহেশ ভাট!

বিনোদন ডেস্ক: মহেশ ভাট মানেই যেন কিছু না কিছু বিতর্ক। এবার বিগ বস ওটিটি-র ঘরে গিয়েই ফের সংবাদ শিরোনামে বর্ষীয়ান পরিচালক মহেশ ভাট। বিগ বস ওটিটি-তে চলছে ফ্যামিলি উইক। 

আর তাতে মেয়ে পূজা ভাটের সঙ্গে দেখা করতে আসেন মহেশ ভাট। বিগ বসের ঘরে এসে ফের বিতর্কে তিনি। ঘরের কনিষ্ঠ প্রতিযোগী মণীষা রানিকে খাওয়া তার চুমু এখন সর্বত্র আলোচনায়।

মহেশ বিগ বসের ঘরে এন্ট্রি নেওয়া মাত্রই পূজা এগিয়ে এসে জড়িয়ে ধরেন বাবাকে। বাবা-মেয়ের টাইট হাগ-এর থেকেও লোকের নজরে এলো মণীষা রানিকে চুমু খাওয়া। মেয়ে পূজাই এক এক করে বিগ বস ওটিটির সদস্যদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। 

পূজার সঙ্গে বেশ ভালই সম্পর্ক মণীষার। পূজা যখন তার সঙ্গে বাবার পরিচয় করান, তখনই ঘটে বিপত্তি। দেখা যায় মণীষার হাতের উপর হাত রাখেন মহেশ। হাত বোলাতে থাকেন তিনি। 

সেই ভিডিও ভাইরাল হতেই সমালোচনা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। তবে মহেশ কিন্তু হাতের উপর হাত রেখে বা ‘হাত বুলিয়ে’ই চুপ থাকেননি, মণীষার জীবনের কাহিনি পূজার মুখে শুনে বিহারের এই মেয়ের হাতে চুমুও খান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে