বিনোদন ডেস্ক: মুম্বাইতে ফিরলেন বলিউডের মডেল অভিনেত্রী ক্রিসান পেরেইরা। বুধবার রাতে মুম্বাইতে ফেরেন ক্রিসান পেরেইরা। মাদক মামলায় জড়িয়ে শারজার জেলে বন্দি ছিলেন ক্রিসান।
শারজার থেকে মুক্তি পাওয়ার পর বেশ কিছুদিন বিদেশে কাটিয়ে এবার মুম্বাইতে ফিরলেন বি টাউনের এই মডেল। শারজা জেল থেকে মুক্তি পেয়ে পরিবারকে ফোন করেন ক্রিসান পেরেইরা। মাদক পাঁচারের অভিযোগে শারজা জেল থেকে মুক্তি পাওয়ার পরই দাদা কেভিন পেরেইরাকে ফোন করেন ক্রিসান।
যেখানে কার্যত কেঁদে ফেলেন ক্রিসান। যে ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গত এপ্রিলে মাদক পাচার মামলায় জড়িত থাকার অপরাধে দুবাই বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছিলেন, ‘সড়ক ২′ এবং’ বাটলা হাউস’ খ্যাত বলিউড অভিনেত্রী ক্রিসান পেরেইরা।
অবশেষে তাকে মিথ্যাভাবে ফাঁসানোর দায়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং আরব আমিরাত কর্তৃপক্ষ সমস্ত অভিযোগ থেকে অভিনেত্রীকে বরাবরের মতো মুক্তি দিয়েছে। আর তার বিরুদ্ধে ভ্রমণের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে।
অবশেষে তিনি মুম্বাইতে ফিরে যাওয়ার অনুমতিও পেয়েছেন তিনি। ‘সড়ক ২’ এবং ‘বাটলা হাউস’-এর মতো একাধিক বলিউড সিনেমায় অভিনয় করেছেন ক্রিসান। ভালই জনপ্রিয়তাও কুড়িয়ে নিয়েছিলেন তিনি। কিন্তু সফলতার চরমে পৌঁছতে অন্ধকারে পা দিয়ে ফেলেছিলেন অভিনেত্রী।
তাই বিপাকে পড়তে হয় অভিনেত্রীকে। বুধবার গভীর রাতে মুম্বাইয়ে এসেছিলেন তিনি। মুম্বাই থানার যুগ্ম পুলিশ কমিশনার অভিনেত্রীর আসার বিষয়টি নিশ্চিত করেছেন। মুম্বই পুলিশ কর্মকর্তারা মামলার তদন্ত করে ক্রিসানের পরিবারের সহযোগিতায় অভিযুক্তদের খুঁজে বের করেন, যারা অভিনেত্রীকে ফাঁসিয়েছিলেন।
অভিনেত্রী বৃহস্পতিবার সকাল ১১.৩০ টায় ক্রাইম ব্রাঞ্চ টিমের সঙ্গে মুম্বাই পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছেন। ক্রিসানের ভাই, কেভিন পেরেইরা আজ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। যাতে দেখা গিয়েছে, ক্রিসান বিমানবন্দর থেকে বেরিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করছেন, ভাইকে আলিঙ্গন করতে করতে অঝোরে কেঁদে ফেলেন তিনি।
ভিডিওটি আপলোড করে, অভিনেত্রীর ভাই লেখেন, “ক্রিসান অবশেষে ফিরে এসেছে এবং আমাদের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে। জুন মাসে তার ফিরে আসার কথা থাকলেও কিছুটা সময় বিলম্ব হয়েছে এবং অবশেষে সে ফিরে এসেছে।”