বিনোদন ডেস্ক: সম্প্রতি দর্শকমহলে জায়গা করে নিয়েছে শো বিগ বস ওটিটি। মাত্র দুটি সিজ়ন হয়েছে। তারই মাঝে ভিউ রেকর্ড গড়েছে। সালমান খানের দর্শক মহলে এই শোয়ের চাহিদা দেখে জানিয়েছিলেন যে শোয়ের মেয়াদ বাড়িয়ে দেবেন। করেও ছিলেন তাই।
একবার নয়, ২বার এই সিদ্ধান্ত নেওয়ার খবর প্রকাশ্যে আসে। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই রিয়্যালিটি শোয়ে এবার প্রতিযোগী হয়ে গিয়েছেন পূজা ভাট। তাকে চমক দিতেই এবার ঘরে প্রবেশ মহেশ ভাটের। প্রোমো সামনে আসতেই তা ঝড় তোলে দর্শকমহলে।
এই নিয়ে দ্বিতীয়বার বিগ বসের ঘরে হাজির হন মহেশ ভাট। এর আগে তিনি এসেছিলেন সিজ়ন পাঁচে। সেখানে সানি লিওনির সঙ্গে দেখা করতে এসেছিলেন মহেশ ভাট। কিন্তু কেন? কারণ পূজা ভাটই প্রথম অনুরোধ করেছিলেন মহেশ ভাটকে তিনি যেন সানি লিওনির সঙ্গে দেখা করে আসেন।
কারণ একটাই, তখন তিনি তার ছবি জিসম ২ ছবির কাজ নিয়ে ব্যস্ত। তিনি বুঝতেই পেড়েছিলেন, তার ছবির জন্য পারফেক্ট হবেন সানি লিওন। তাই তার সঙ্গে যাঁতে তার বাবা দেখা করে কথা বলেন, তাই সানির কাছে মহেশ ভাটকে পাঠিয়েছিলেন খোদ পূজা।