শুক্রবার, ০৪ আগস্ট, ২০২৩, ১০:১২:১০

বেকায়দায় পড়লেন আলিয়া ভাট!

বেকায়দায় পড়লেন আলিয়া ভাট!

বিনোদন ডেস্ক : অনর্গল ইংরেজিতে কথা বলা যে আলিয়া ভাটের ধাতে সয়না তা বেশ বোঝা যাচ্ছে। কারণ আলিয়া যা নিজে মুখেই স্বীকার করলেন তা শুনে অনেকেই অবাক। বলিউডে আলিয়া ভাট এখন প্রথমসারির নায়িকা। অভিনয় জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত পরিবারের মেয়ে। বাবা মহেশ ভাট। প্রাচুর্যের মধ্যেই তাঁর বড় হয়ে ওঠা। বড় স্কুলে পড়াশোনা।

এভাবে বেড়ে ওঠা ছেলে মেয়েদের ইংরেজি ভাষার ওপর দখলটা যে থাকবে তা এখন সকলেই বুঝতে পারেন। কিন্তু আলিয়া ভাটের ক্ষেত্রে যে সে যুক্তি খাটে না তা বোঝা গেল তাঁর কথাতেই।

বলিউড থেকে হলিউডে পা রাখতেই ইংরেজি নিয়ে মহা ফাঁপরে পড়েছেন আলিয়া। স্পাই থ্রিলার হার্ট অফ স্টোন সিনেমার অন্যতম চরিত্রে অভিনয় করছেন আলিয়া।

শ্যুটিং শুরু হতে আলিয়ার মনে হয়েছে সিনেমার সেট বিশ্বজুড়ে একই নিয়মে চলে। সেখানে বলিউডের সঙ্গে কোনও ফারাক নেই। সমস্যা হল ইংরেজি। ইংরেজিটা এখানে অনর্গল বলে যেতে হয়।

আলিয়া জানিয়েছেন, তিনি জীবনে কখনওই এত ইংরেজিতে কথা বলেননি। তিনি সারাজীবন হিন্দিই বলে এসেছেন। ওই ভাষাতেই স্বচ্ছন্দ। মাঝেমধ্যে তিনি ইংরেজি বলতেন বলেও জানিয়েছেন। কিন্তু এমন অনর্গল কখনওই নয়।

ফলে একটানা কেবল ইংরেজি বলে যাওয়াটার সঙ্গে খাপ খাইয়ে নিতে আলিয়ার বেশ সমস্যা হচ্ছে। তবে ওটা বাদ দিলে তাঁর হলিউড সিনেমায় কাজ করতে ভালই লাগছে বলেও জানিয়েছেন আলিয়া। প্রসঙ্গত হার্ট অফ স্টোন একটি নেটফ্লিক্স সিনেমা। যা আগামী ১১ অগাস্ট থেকে স্ট্রিমিং শুরু করবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে