বিনোদন ডেস্ক: পুজোয় আসছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের 'রক্তবীজ'। ছবি ঘিরে আগ্রহ তুঙ্গে। নেপথ্যে ছবির গল্প। ভিক্টর বন্দোপাধ্যায়, মিমি চক্রবর্তী, আবীর চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্যের মতো তারকাদের উপস্থিতি।
খবর, বর্ধমানের খাগড়াগড় কাণ্ডের ছায়া এই ছবিতে। ইতিমধ্যেই ভিক্টর বন্দোপাধ্যায়ের প্রথম লুক প্রকাশ্যে। সেই লুক সামনে আসতেই নতুন গুঞ্জন। জনপ্রিয় অভিনেতাকে নাকি প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে?
এই গুঞ্জনে সিলমোহর দেয়নি উইন্ডোজ প্রযোজনা সংস্থা। প্রবীণ অভিনেতাকেও ফোনে পাওয়া যায়নি। তবে চর্চা, প্রয়াত ভারতের প্রাক্তন রাষ্ট্রপতির জীবন ঘিরেই নাকি ছবির ঘটনা। প্রতি বছর তার কীর্ণাহারের বাড়িতে দুর্গাপুজো হয়।
তেমনই কোনও এক বছর নাকি বিস্ফোরণে তার প্রাণনাশের চেষ্টা হয়েছিল। সেই অংশ থাকছে ছবিতে। টলিউডের আরও দাবি, সেই কারণেই নাকি প্রথম সারির পরিচালকজুটি দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে ছবির শুট করেছেন।
স্বাভাবিক ভাবেই এই খবর ছড়াতে ছবি ঘিরে উন্মাদনা বাড়ছে। একাধিক সিনেবোদ্ধা নাকি এও দাবি করেছেন, পুজোয় দেবের 'বাঘা যতীন'-এর পরেই সম্ভবত এই ছবির প্রতি দর্শকদের আগ্রহ থাকবে।
যে ছবি বাস্তবের গল্প নিয়ে তৈরি সেই ছবি দর্শক টানে বেশি। পাশাপাশি, ভিক্টর বন্দোপাধ্যায় অনেক দিন পরে বাংলা ছবিতে। বাকি তারকাদের সঙ্গে তাল মিলিয়ে নাকি অ্যাকশন দৃশ্যে অভিনয় করেছেন প্রবীণ অভিনেতা!