শনিবার, ০৫ আগস্ট, ২০২৩, ০৬:৫৬:৪২

কঠিন সময় মেয়েকে যে উপদেশ দিলেন কাজল!

কঠিন সময় মেয়েকে যে উপদেশ দিলেন কাজল!

বিনোদন ডেস্ক: এখনও বলিউডে পা রেখে উঠতে পারেনি নাইসা দেবগন। তারই মাঝে ট্রোল ঝড়ে বারবার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তার একাধিক পোস্ট থেকে শুরু করে রাতপার্টির কাণ্ডকারখানা।

স্টারকিড মানেই লাইম লাইটে। স্টারকিড মানেই তাদের প্রতিটা পদক্ষেপে কড়ানজর থাকে ভক্তদের। এবার যদি সেই কন্যা হয় অজয় দেবগণ ও কাজলের, তবে আর বলার অপেক্ষা রাখে না। সম্প্রতিতে নাইসাকে দেখা যায় এক রাতপার্টি থেকে বেরতে, সেখানেই তাঁর পা সামান্য টলমল করাতেই শুরু হয়ে যায় ট্রোলিং। 

সব মিলিয়ে নাইসা কেরিয়ার শুরুর আগেই সেলেব জীবনের পার্শ্বপ্রতিক্রিয়াতে জর্জরিত। তবে ট্রোলিং কখনই স্পর্শ করতে পারেনি কাজলকে। তাই তিনি এবার তার সন্তানদের ট্রোল্ড নিয়ে দিলেন এক উপদেশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রায়াল অভিনেত্রী জানান, তিনি তাঁর সন্তানদের শিখিয়েছেন কীভাবে ট্রোলিং সামাল দিতে হয়। কীভাবে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয়। কাজলের কথায়, তিনি তার সন্তানদের বলেছিলেন, দয়া করে এদের এত গুরুত্ব দিও না। নিজের কথা ভাব, নিজের বুদ্ধি ব্যবহার কর। 

কাজলের কথায়, তিনি কেবল তার সন্তানদের নয় বরং বাকিদেরও এই একই উপদেশ দিয়ে থাকেন। যদিও কাজল নিজেই বারবার স্বীকার করে নিয়েছেন, যে তিনি নিজে ট্রোলিং-এ গুরুত্ব দেওয়ায় পক্ষপাতী নন। তিনি নাইসার বয়সে এতকিছু বুঝতেনই না। 

সেই জায়গায় নাইসা যেভাবে সবটা সামাল দিচ্ছে, তা এক কথায় প্রশংসার দাবি রাখে বলেই স্পষ্ট জানান এদিন কাজল। তার কথায়, ট্রোলিং-এ গুরুত্ব দেওয়ার কোনও মানেই হয় না। কারণ একটাই, যারা বলার তারা বলবেনই, কিন্তু যারা নিজেকে চেনে, তারা কখনই এই বিষয় বিন্দুমাত্র বিচলিত হবে না। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে