রবিবার, ০৬ আগস্ট, ২০২৩, ১০:৫৮:৩৩

ওর সঙ্গে অনেকদিন আগেই বিয়ে করে ফেলেছি: রশ্মিকা

ওর সঙ্গে অনেকদিন আগেই বিয়ে করে ফেলেছি: রশ্মিকা

বিনোদন ডেস্ক: আল্লু অর্জুনের পুষ্পা ছবির মাধ্যমে জাতীয় ক্রাশ হয়ে ওঠা রশ্মিকা মান্দানার মনের মানুষ কে? দীর্ঘদিন ধরেই অভিনেত্রীকে ওই প্রশ্ন করা হয়। তবে এতদিন সোজাসাপ্টা কোনও উত্তর দেননি তিনি। 

অনেকে দাবি করেন, দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেই চুপিসারে প্রেম করছেন রশ্মিকা। মাঝেমধ্যে নাকি একসঙ্গে বিদেশে ঘুরতেও যান। তবে দুই অভিনেতাই বিষয়টিকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। তবে সম্প্রতি এক বিস্ফোরক তথ্য জানালেন অভিনেত্রী। 

বিয়ে প্রসঙ্গে কথা উঠলে তিনি বলেন, 'আমার তো বিয়ে হয়ে গিয়েছে।' অভিনেত্রীর কথা শুনে চমকে উঠেছেন অনেকেই। কবে, কখন, কাকে বিয়ে করলেন তিনি? প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে সকলের মনে। সম্প্রতি টাইগার শ্রফের সঙ্গে একটি প্রোমোশনাল ইভেন্টে গিয়েছিলেন রশ্মিকা।

সেখানেই অভিনেত্রীর বিয়ের প্রসঙ্গ তোলেন সঞ্চালক। তখনই বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী। তার কথায়, 'আমার তো বিয়ে হয়ে গিয়েছে। নারুটোর সঙ্গে। শুধুমাত্র ওই আমার হৃদয় জুড়ে রয়েছে। আমি একদিন হঠাৎ করে হিনাটা হয়ে যেতে চাই। আমার চুল বেগুনি রঙের করে নারুটোর সঙ্গী হতে চাই। ওর সঙ্গে অনেকদিন আগেই মনে মনে বিয়ে করে ফেলেছি।'

গোটা বিষয়টি মজার ছলেই বলেন তিনি। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, নারুটো কে? সে অন্য কেউ নয়। জাপানিজ মাঙ্গা সিরিজের নায়ক। যার স্রষ্টা মাশাসি কিশিমোটো। বর্তমানে নেটফ্লিক্সে রয়েছে এই সিরিজ। নয়ের দশকের ছেলেমেয়েরা এই সিরিজের ফ্যান ছিল। সেই সময় ব্লন্ড নারুটোকে পছন্দ করত অনেক কিশোরী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে