বিনোদন ডেস্ক: অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ এনেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। বুধবার তা নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছেন অভিনেত্রী। সেখানে এই অভিযোগ একেবারে ভিত্তিহীন বলেই দাবি করেছেন নুসরাত।
এবার নুসরাতের পাশে দাঁড়ালেন তার লিভিং পার্টনার যশ দাশগুপ্ত। বুধবার সাংবাদিক সম্মেলনের পর যশ-নুসরাতকে একসঙ্গে দেখা গিয়েছিল শহরের এক অনুষ্ঠানে। সেখানে নুসরাতকে সরাসরি প্রশ্ন করা হয় যে তাকে ইডি যদি ডেকে পাঠায়, তবে তিনি কী করবেন? এর উত্তরে নুসরাত জোর দিয়েই জানান যে তাকে ইডি ডাকবেন না।
নুসরাতের আগে অবশ্য যশই তার প্রেমিকাকে বাঁচানোর জন্য প্রথম মুখ খোলেন। অভিনেতা বলেন, কে কী বলছে যায় আসে না। আদালত যেটা বলবে সেটাই শেষ পর্যন্ত মানতে হবে। আমাদের আদালত কী জবাব দেয়, সেটার জন্য অপেক্ষা করা উচিত। তারপর না হয় আমরা উত্তর দেব।
পরে নুসরাত জানান যে তিনিও যা বলার বুধবারের সাংবাদিক সম্মেলনে বলে দিয়েছেন। ইডির কাছে নুসরাতের বিরুদ্ধে ফ্ল্যাট দেওয়ার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগ আনেন শঙ্কুদেব পাণ্ডা। তাতে সুর মিলিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।
এরপরই নুসরাত বুধবার সাংবাদিক সম্মেলন ডাকেন প্রেস ক্লাবে। সেখানে নুসরত জানান যে তিনি এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন কোনওভাবে। বরং অভিনেত্রী জানান, তিনি নিজে ওই সংস্থা থেকে ফ্ল্যাট কিনেছিলেন। সেই ঋণ সুদসহ ফিরিয়েও দিয়েছিলেন তিনি।
অভিনেতা যশ দাশগুপ্তের মতো নুসরাত জাহানের পাশে দাঁড়িয়েছেন মমতা দল তৃণমূল কংগ্রেসের যুবনেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। তিনিও জানান যে আদালতের কোনও নির্দেশ না আসা পর্যন্ত সকলেরই উচিত এগুলো নিয়ে জলঘোলা না করা।