বিনোদন ডেস্ক : নিজের প্রযোজনায় নির্মিত ‘লাল শাড়ি’ সিনেমার পাইরেসি এবং সাইবার বুলিংয়ের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে লিখিত অভিযোগের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় এ জিডি করেন তিনি। সন্ধ্যা সাড়ে ৭টায় ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আসাদুজ্জামান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।