রবিবার, ০৬ আগস্ট, ২০২৩, ১০:২৬:৪৪

মিয়া খলিফার ভিডিও বার্তা

 মিয়া খলিফার ভিডিও বার্তা

বিনোদন ডেস্ক: বিয়ে নিয়ে পরামর্শ দিলেন সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। সম্প্রতি টিকটকে সাবেক এই পর্ন তারকা বিয়ে প্রসঙ্গে বেশ কিছু কথা শেয়ার করেছেন তার অনুরাগীদের সঙ্গে। সেই ভিডিও এবার ভাইরাল হয়ে পড়েছে অনলাইনে।  নিজের ভিডিও বার্তায় মিয়া বলেন, ‘বিয়েটা খুব বড়সড় ব্যাপার নয়।

এটা একটা সাধারণ কাগজের বোঝাপড়া। কোনো সম্পর্কে থাকতে গিয়ে যদি ভালো না লাগে, বেরিয়ে আসার সম্পূর্ণ অধিকার রয়েছে একজনের।’ মেয়েদের বিয়ে মানেই খুব বড় একটা কিছু ভাবতেও বারণ করেছেন এই সাবেক পর্নতারকা। তার কথায়, ‘বিয়ে মানেই এমন নয় যে ভালো না লাগলেও সারা জীবন একজনের সঙ্গে আটকে থাকতে হবে। বরং যদি ভালো না লাগে, তাহলে সম্পর্ক শেষ করার সম্পূর্ণ অধিকার রয়েছে একজনের।’

তবে ভিডিওতে যে বার্তা দিয়েছেন মিয়া, তার সঙ্গে সহমত নন অনেকেই। অনেকেই বিদ্রুপের সুরে মন্তব্য করে বলেন, ‘মিয়ার মতো একজন কী করে বিয়ে নিয়ে কথা বলতে পারে!’ তবে অনেকেই আবার মিয়ার কথার সঙ্গে একমত পোষণ করে বলেছেন, ‘বিয়ে নিয়ে আজকের দিনে কিছুটা হলেও ঠিক কথাই বলেছেন মিয়া খলিফা।’

মিয়া খলিফা ইতিমধ্যে দুইবার বিয়ে করেছেন। এখন তিনি তৃতীয় একটি সম্পর্কে রয়েছেন। ভিডিওতে সে প্রসঙ্গও উঠে আসে। মিয়া বলেন, তিনি ১৮ বছর বয়সে প্রথম বিয়ে করেন। কিন্তু তাতে সুখী না হওয়ায় ২১ বছরে ডিভোর্স করে নেন। পরের বিয়েটি ২৫ বছর বয়সে করেন তিনি। এরপর ২৮ বছরে ডিভোর্স। তারপর ২৯ বছর বয়সে আরেকটি সম্পর্কে জড়ান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে