সোমবার, ০৭ আগস্ট, ২০২৩, ১২:৫৩:০২

ছবির সেটে দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী

ছবির সেটে দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক: হলিউডে একটি ছবির সেটে দুর্ঘটনা। স্টান্ট পারফর্ম করতে গিয়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি করাতে হল অস্ট্রেলিয় অভিনেত্রী রেবেল উইলসনকে। ভোরে ‘ব্রাইড হার্ড’ ছবির সেটে ঘটে এই দুর্ঘটনা। 

ভোর ৪ টা নাগাদ জর্জিয়ার সাভানায় শুটিং চলছিল ছবির। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ‘পিচ পারফেক্ট’ খ্যাত নায়িকা। শুটিং চলাকালীন একটি স্টান্ট পারফর্ম করার সময় আহত হন রেবেল। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে তার মুখে সেলাইও করা হয়। সামাজিক মাধ্যমে সেই ছবিও শেয়ার করেন রেবেল। ছবি শেয়ার করে রেবেল লিখেছিলেন, ‘‘এই ভাবে ছবির শুটিং শেষ করার কথা ভাবিনি।’’ দুর্ঘটনায় আহত হয়ে মুখে তিনটি সেলাই পড়েছে রেবেলের। হাসপাতালে রাতও কাটাতে হয়েছে তাকে। 

সাইমন ওয়েস্ট পরিচালিত এই ছবিতে কাজ করছেন জেফ চেজ়ও। ‘পিচ পারফেক্ট’ সিরিজ়ের মাধ্যমে দর্শকের নজরে এসেছিলেন রেবেল। ২০১৯ সালে প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের সঙ্গে ‘ইজ়ন্ট ইট রোম্যান্টিক’ ছবিতেও দেখা গিয়েছিল রেবেলকে। 

‘ব্রাইড হার্ড’ ছবিতে এক জন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন রেবেল। ছদ্মবেশে এক বিয়ের অনুষ্ঠানে ব্রাইডসমেড সেজে এসেছিলেন অভিনেত্রী। ঘটনাক্রমে বিয়ের কনে তারই ছোটবেলার প্রিয় বন্ধু। এই গল্পের উপর ভিত্তি করেই বাঁধা ছবির চিত্রনাট্য।

প্রসঙ্গত, এখনও পর্যন্ত ধর্মঘট থেকে সরেননি হলিউডের লেখক, চিত্রনাট্যকার ও অভিনেতারা। ন্যায্য পারিশ্রমিকের দাবি ও কৃত্রিম মেধার ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন তারা। গত ছয় দশকে এমন আন্দোলন দেখেনি হলিউড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে