বিনোদন ডেস্ক: এবার ভারতের আরও এক পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন জনপ্রিয় অভিনেত্রী। সেই প্রযোজক আবার অভিনেত্রীর সাবেক প্রেমিকও বটে। প্রেমিক তথা প্রযোজক দয়ানিধি দহিমার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী শীতল পাত্র।
শীতল ওড়িয়া চলচ্চিত্র জগতের পরিচিত অভিনেত্রী। প্রযোজক হিসাবে নাম রয়েছে দয়ানিধিরও। ‘দয়ানিধি এন্টারটেইনমেন্ট’ নামে তার একটি প্রযোজনা সংস্থা রয়েছে। বেশ কিছু দিন তারা সম্পর্কে ছিলেন। তবে সেই সম্পর্কে ইতি টেনেছেন দুইজনেই।
তবে এবার দয়ানিধির উপর হেনস্থার অভিযোগ এনেছেন শীতল। তার অভিযোগ, সম্পর্কে থাকার সময় দয়ানিধি তাকে বিভিন্ন ভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন করেছেন। সম্পর্ক শেষের পর দয়ানিধি তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল করে দিয়েছেন বলে অভিযোগ অভিনেত্রীর।
এই নিয়ে ইতিমধ্যেই লক্ষ্মীসাগর থানায় অভিযোগ দায়ের করেছেন শীতল। দ্বারস্থ হয়েছেন, জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ)-এরও। শীতলের অভিযোগ, সম্পর্কে তিক্ততা আসার পরই দয়ানিধি তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিয়ো ফাঁস করে দেন।
গত ২৮ জুলাই দয়ানিধির বিরুদ্ধে পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করেন শীতল। অভিনেত্রী পুলিশকে জানিয়েছেন, প্রথমে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দয়ানিধির। পরে তারা সম্পর্কে আসেন। প্রথম থেকে শুধু দয়ানিধির ছবিতেই অভিনয় করতেন শীতল।
শীতল জানিয়েছেন, তিনি অন্য প্রযোজকদের সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়ার পরই সম্পর্কে তিক্ততা আসে। দয়ানিধি না কি তাকে অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করতে বারণ করেন কিন্তু তিনি রাজি না হওয়ার কারণেই তাদের মধ্যে যাবতীয় গন্ডগোলের সূত্রপাত হয় বলে শীতল জানিয়েছেন।
শীতলের দাবি, হুমকি দেওয়ার পাশাপাশি ছবিতে অভিনয় করে তিনি যে পারিশ্রমিক পেয়েছিলেন, তা ফেরত দেওয়ার জন্য চাপ দেওয়া হয় তাকে। দয়ানিধি তাকে শারীরিক নির্যাতন করতেন বলেও শীতলের অভিযোগ।
শীতলের বক্তব্য, কলেজে এসে প্রকাশ্যে তাকে মারধর করেন দয়ানিধি। অন্য শিক্ষার্থীদের সামনেই তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলা হয় বলে তিনি দাবি করেছেন। দয়ানিধি তার মা এবং ভাইকে এসে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেছেন শীতল।
ওড়িশার বাকি অভিনেত্রীদেরও দয়ানিধির সঙ্গে কাজ করার বিষয়ে সতর্ক করেছেন শীতল। শীতল এবং দয়ানিধির এই ঘটনা ওড়িয়া চলচ্চিত্র জগতে বড় বিতর্কের জন্ম দিয়েছে। তবে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দয়ানিধি।