বিনোদন ডেস্ক: বিগ বস খ্যাত জনপ্রিয় তারকা সোনালি রাউত। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম স্টাইলিশ অভিনেত্রী তিনি। এবং হট এবং সেক্সি এই অভিনেত্রী বরাবরই জানেন কীভাবে খবরে থাকতে হয়। সোনালি দ্য এক্সপোজে হিমেশ রেশমিয়ার সঙ্গে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন।
ইনস্ট্রগ্রামে বিশাল ফ্যান ফলোয়ার্সও রয়েছে তার। অভিনেত্রী ইনস্টাগ্রামে তার সুন্দর ভিডিয়ো এবং ফটোগুলি ভাগ করেন মাঝেমধ্যেই। বলাবাহুল্য, সোনালি রাউতের শেয়ার করা বেশিরভাগ ভিডিয়ো এবং ফটো খুব কম সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এবং বর্তমানে সোনালি আবারও এটি করেছেন।
সোনালি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে অভিনেত্রীকে শরীরের সমস্ত অংশ ফুটিয়ে তুলতে দেখা গিয়েছে। ভাইরাল এই ভিডিয়োতে, সোনালি রাউতকে একটি বিকিনি বটম-সহ একটি ব্যাকলেস ব্র্যালেট পরতে দেখা গিয়েছে। অভিনেত্রী চুল খোলা রেখে ছবিটি তুলেছেন।
তবে খুব সামান্যই মেকআপ করেছেন। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। সোনালির ভক্তরা তার এমন রূপ দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। এবং তাকে প্রচুর প্রশংসায় ভুলিয়ে তুলেছে। একজন নেটিজেন তাকে ‘অসাধারণ সুন্দর’ বলেছেন। কেউ আবার মন্তব্য করেছেন, ‘খুব সুন্দর।’
প্রসঙ্গত, সোনালি রাউত বলিউডে খুব বেশি সাফল্য অর্জন করেননি এখনও পর্যন্ত। তবে তিনি যে সোশ্যাল মিডিয়ায় একজন গুরুত্বপূর্ণ তারকা, তা অস্বীকার করার উপায় নেই। সোনালি রাউত ২০১০ সালে খবরের শিরোনামে আসেন। তিনি ১৯ বছর বয়সে কিংফিশারের ক্যালেন্ডারেরও অংশ হয়েছিলেন।
সোনালি রাউত বিগ বস সিজন 8-এ অংশ নেওয়ার পরে একটি নাম হয়ে ওঠেন। তিনি দর্শকদের ভালোবাসা অর্জন করতে সক্ষম হন এবং তার জন্য সকলের কাছে পছন্দেরও হয়ে ওঠেন। তার সাহসী মনোভাব, স্পষ্ট কথা বলার ক্ষমতা এবং যেকোনও বিষয়ে সম্যক ধারণা সোনালি রাউতকে সকলের নজরে আনেন।
২০১৬ সালে, সোনালি রাউত কমেডি ছবি গ্রেট গ্র্যান্ড মস্তিতে কাজ করেছিলেন। তাকে ‘লিপস্টিক লাগা কে’ ছবির একটি আইটেম গানেও দেখা গিয়েছে। একের পর এক তার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এর আগেও। এবং প্রতিটা ছবিতেই সোনালি নজর কেড়েছে সকলের।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তার একটি ভিডিও। যেখানে সোনালি ক্যাপশনে লিখেছিলেন, ‘বৃষ্টির মতো আচরণ করুন এবং আমার জন্য ঝরে পড়ুন।’ এর আগেও, সোনালির একটি ছোট বিকিনিতে তার কার্ভস দেখা গিয়েছিল। বিগ বস খ্যাত এই অভিনেত্রীর রূপে মুগ্ধ ভক্তেরাও।