বিনোদন ডেস্ক: বলাই যায় যে শাহরুখ খানের অন্যতম সেরা বছর ২০২৩। বছরের শুরুতেই মুক্তি পায় ‘পাঠান’। দীর্ঘ চার বছর পর মুক্তি পায় শাহরুখের ছবি। বলা বাহুল্য যে প্রায় ১০ বছর পর শাহরুখের কোনও ছবি ব্লকবাস্টারের তকমা পায়।
সারা বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকা ব্যবসা করে এই ছবি। তবে সাফল্যে মজে থাকার পাত্র নন শাহরুখ। তাই পাঠানের সাফল্যের পর থেকেই তিনি শুরু করে দিয়েছেন আগামী ছবি মুক্তির প্রস্তুতি। সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’।
একমাস আগে প্রথম প্রকাশ্যে আসে এই ছবির ফার্স্টলুক। পোস্টারের পাশাপাশি সামনে আসে পাঠান প্রিভিউ। এ যাবৎ সেই প্রিভিউ ইউটিউবে দেখে ফেলেছেন ৭১ মিলিয়ন দর্শক। গত সপ্তাহেই সামনে এসে এই ছবির প্রথম গান জিন্দা বান্দা।
সাত দিনে সেই গান দেখেছেন ৫২ মিলিয়ন দর্শক। সোমবার দুটি নয়া পোস্ট করেন শাহরুখ খান। প্রথমে তিন ভাষায় একটি পোস্টার শেয়ার করেন সুপারস্টার। তারপর একটি নয়া ভিডিও পোস্ট করেন কিং খান।
সাদা, কালো, নীলের কম্বিনেশনে ঐ পোস্টারে দেখা যাচ্ছে ন্যাড়া মাথার শাহরুখকে। পরনে ডেনিম জ্যাকেট, চোখে সানগ্লাস ও হাতে বন্দুক। হিন্দি, ইংরাজি, তামিল, তেলুগু- চার ভাষায় মুক্তি পায় পোস্টার।
ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘আমি ভালো না খারাপ, তা জানতে বাকি ৩০ দিন। রেডি তো?’ শাহরুখ মনে করিয়ে দেন যে ঠিক একমাস পর ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে ‘জওয়ান’।