মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০২৩, ১২:৪১:২৮

যার জন্য নাকি মরতেও রাজি ছিলেন সালমান খান!

যার জন্য নাকি মরতেও রাজি ছিলেন সালমান খান!

বিনোদন ডেস্ক : সালমান খানের ভক্তদের মনে আজও একটাই প্রশ্ন বর্তমান, তিনি কেন বিয়ের পিঁড়িতে বসলেন না। নানা সময় নানা সম্পর্কের জেরে বারে বারে ফিরে এসেছে নানা প্রসঙ্গ।

যার মধ্যে অন্যতম নাম হল ঐশ্বর্য রাই বচ্চন। টিনসেন টাউনে কান পাতলে শোনা যায় ঐশ্বর্যের জন্য নাকি মরতেও রাজি ছিলেন ভাইজান। তবে কি তার জন্যই বিয়ে করলেন না সালমান!

না, তেমনটা নয়। কারণ কয়েকদিনের মধ্যেই ক্যাটের সঙ্গে সম্পর্ক নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। কিন্তু সেই সম্পর্কের জল খুব বেশিদিন গড়ায় না। কারণ একটাই। ক্যাটের জীবনে একাধিক প্রেম।

তবে কেউ তো একজন ছিলেন যাঁরে সত্যিই বিয়ে করতে চেয়েছিলেন সালমান খান, তিনি কে! উত্তর হল রেখা। হ্যাঁ ঠিক শুনেছেন। রেখাকেই বিয়ে করতে চেয়েছিলেন ভাইজান।

এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে, রেখাকে বিয়ে করতে পারেননি বলেই তিনি আজও হয়তো অবিবাহিত। রেখার প্রতি ভাললাগা ভালবাসা জন্মানো সেলেবদের অভাবে নেই। সেই তালিকাতে ছিলেন খোদ সালমান খানও। তবে রেখার মন প্রাণ জুড়ে কেবল একজনেরই রাজত্ব চলে এসেছে, আর তিনি হলেন খোদ অমিতাভ বচ্চন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে