মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০২৩, ১০:১৮:২৬

ভক্তদের বিয়ের বিষয়ে দারুণ এক পরামর্শ দিলেন দীপিকা

ভক্তদের বিয়ের বিষয়ে দারুণ এক পরামর্শ দিলেন দীপিকা

বিনোদন ডেস্ক : ভক্তদের বিয়ের বিষয়ে দারুণ এক পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ‘বন্ধু দিবসে’ সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বাজিরাও’য়ের জন্য বিশেষ একটি নোট লিখেছেন এই অভিনেত্রী। যেখানে দীপিকা লিখেছেন, ‘নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন।’

অভিনেত্রী লেখেন, ‘নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করুন। আমি খুব হালকাভাবে কথাটা বলছি না। সত্যি সত্যি সেই কঠিনতম, সবচেয়ে খুশির বন্ধু খুঁজে বের করুন যার প্রেমে পড়ছেন।’ 

তিনি লিখেছেন, ‘এমন কেউ যে তোমাকে নিয়ে প্রচুর ভালো কথা বলে। এমন কেউ যার সঙ্গে আপনি প্রাণখুলে হাসতে পারবেন। এমন হাসি যাতে পেটে যন্ত্রণা হবে, আর হঠাৎ নাক ডেকে উঠবেন। সেরকম অপ্রস্তুত হয়ে যাওয়ার মতো, সুস্থ করে দেওয়ার মতো হাসি। বুদ্ধিমত্তাও জরুরি। জীবন খুবই ছোট এমন কাউকে ভালো না বাসার জন্য যে তার আশেপাশে আপনাকে বোকা হয়ে থাকতে দেয়।’

সেই পোস্টে তিনি আরও লেখেন, ‘নিশ্চিত করবেন তিনি এমন কোনো মানুষ যে আপনাকে কাঁদতেও দেয়। দুঃখ আসবেই। এমন কাউকে খুঁজুন যাকে এইসব সময়ও আপনি সঙ্গে রাখতে চান। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এমন মানুষকে বিয়ে করুন যিনি প্যাশন, ভালোবাসা ও উন্মাদনাকে একত্রিত করে আপনার সঙ্গে চলে। এমন ভালোবাসা যা কখনো লঘু হবে না, জলস্তর গভীর ও অন্ধকার হয়ে গেলেও না।’

দীপিকা তার এই পোস্টের ক্যাপশনে রণবীরকে ট্যাগ করেন। যেখানে স্বামীর প্রতি ভালোবাসাও প্রকাশ করেন তিনি।  নায়িকার এই পরামর্শ ভক্তরাও বেশ ভালোভাবে নিয়েছেন। অনেকই তার প্রিয় বন্ধুকে মেনশন করে পোস্টটি দেখিয়েছেন। বিয়ে করার ইচ্ছেও প্রকাশ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে