বিনোদন ডেস্ক: বাংলা ছবির ব্যবসা নিয়ে টলিপাড়ার একাংশ মোটেই খুশি নয়। তাদের মতে হাতে গোনা কয়েকটা ছবি দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সফল হয়েছে। আর তার ওপর ওটিটির রমরমা বাজার। বাংলা ইন্ডাস্ট্রির অধিকাংশ তারকারাই এখন ওয়েব সিরিজের দিকে ঝুঁকছেন।
প্রসেনজিৎ চ্যাটার্জী চুটিয়ে কাজ করছেন হিন্দি ওয়েব সিরিজে। অঙ্কুশ হাজরা থেকে স্বস্তিকা আবার শুভশ্রী থেকে শ্বাশত চট্টোপাধ্যায় সকলেই ইতিমধ্যে ওয়েব সিরিজে নাম লিখিয়ে ফেলেছেন। এবার সেই তালিকাতেই নাম লেখাতে যাচ্ছেন মিমি চক্রবর্তী।
টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, মিমি চক্রবর্তী এবার ওয়েব সিরিজে কাজ করার জন্য আগ্রহ দেখাচ্ছেন। হইচই-এর পক্ষ থেকে তাঁর কাছে একটি নতুন ওয়েব সিরিজের প্রস্তাবও গিয়েছে। মিমি নাকি সেই সিরিজ করতে রাজিও আছেন। শুধু তাই নয়, শোনা যাচ্ছে এই সিরিজে মিমির বিপরীতে থাকতে পারেন টোটা রায়চৌধুরী।
স্বস্তিকার সঙ্গে টোটার প্রথম ওয়েব সিরিজ় ‘নিখোঁজ’ চলতি মাসেই মুক্তি পাচ্ছে। টোটা-মিমির এই নতুন ওয়েব সিরিজের পরিচালনার দায়িত্বে থাকবেন চন্দ্রাশিস রায়। তবে নতুন এই সিরিজ নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। টোটা এখন ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র সফলতায় মগ্ন রয়েছেন।