মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০২৩, ০১:২৯:৫২

বিষয়টি সহ্য করতে পারবেন না, স্পষ্ট জানালেন শ্রেয়া ঘোষাল

বিষয়টি সহ্য করতে পারবেন না, স্পষ্ট জানালেন শ্রেয়া ঘোষাল

বিনোদন ডেস্ক: শ্রেয়া ঘোষাল, বরাবরই তার কণ্ঠস্বর প্রশংসিত। তার গাওয়া একটি গান মানেই একটি সিনেমার ক্ষেত্রে তা এক মাইলেজ। রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা এমনই গানের সংখ্যা তার ঝুলিতে নেহাতই কম নেই। দিন দিন গানের সংখ্যা কমছে শ্রেয়ার। 

এখন অনেক বুঝে শুনে গান নির্বাচন করে থাকেন তিনি। তবে নিজের গান নিয়ে তিনি ঠিক কতটা যত্নশীল, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই এবার মনের কোণে লুকিয়ে থাকা এক ভয় নিয়ে মুখ খুললেন শ্রেয়া। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি তাঁর গানের সঙ্গে একটা বিষয় সহ্য করতে পারবেন না, সেটা হল রিমিক্স।

দিন দিন রিমিক্স গান অর্থাৎ পুরোনো জনপ্রিয় গানকে নয়া আদলে, নতুন মিউজিক সহকারে উপস্থাপনা করার চল বেড়েই চলেছে। কিন্তু এই রিমিক্স যুগে বড়ই অস্বস্তিতে গায়িকা। তার কোনও গান নিয়ে যদি এমনটা হয় তিনি কষ্ট পাবেন, তার খারাপ লাগবে বলেই সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন। 

যদিও রিমিক্সের তালিকায় এখনও পর্যন্ত সেভাবে তার গান জায়গা করে নেয়নি, তবে নিতে কতক্ষণ। তাই এই প্রথা নিয়ে তিনি বেজায় চিন্তিত। তার গানের মূল অংশের পরিবর্তন ঘটিয়ে তা নতুন করে তৈরি করার ঘোর বিরুদ্ধে তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে