বিনোদন ডেস্ক: সৌমিতৃষা কুণ্ড, টলিউড সুপারস্টার দেবের আগামী ছবি প্রধান-এর নায়িকা তিনি। বড়পর্দায় কেরিয়ারের শুরুতেই বাজিমাত করলেন সৌমিতৃষা। ঝড়ের গতিতে ভাইরাল এই খবর, সকলের প্রিয় মিঠাই চরিত্রের জন্য নিজেকে উজার করে দিয়েছিলেন যে অভিনেত্রী, তার ঝুলিতে এখন টলিউডের বাঘাবাঘা ছবি।
একটা সময় মিঠাই ধারাবাহিকের জন্যই ফিরিয়েছেন, জিৎ ও দেবের ছবি। সৌমিতৃষা বলেন, আমার কাছে বাঘা যতিন-এর প্রস্তাব এসেছিল। তখন আমি মিঠাই ধারাবাহিক নিয়ে ব্যস্ত। আমার মনে হয় একজন সিরিয়ালের লিড কখনই একটা ছবির কাজ পাশাপাশি চালিয়ে যেতে পারে না।
মিঠাই বলেন, কারণ সেই ছবির চরিত্রের একটা গঠান থাকে, অভিনেতা-অভিনেত্রীকে সেই চরিত্রের ধাঁচ বুঝতে হয়, চরিত্রের মধ্যে প্রবেশ করতে হয়। এটা একটা প্রসেস। অনেকটা সময় দিতে হয়। আমি সেটা করে উঠতে পারতাম না। মিঠাই-এর জন্য অফার চলে যায় এমনটা নয়।
নায়িকা বলেন, সেই মুহূর্তে আমার কাছে মিঠাইয়ের প্রাধান্যই ছিল বেশি। করার জন্য করলাম, এমনটা কখনই হতে পারে না। তার ওপর প্রথম ছবি। নাহ, কেবল প্রথম ছবি বলেই নয়, যে কোনও চরিত্রের ক্ষেত্রেই তো একটা দায়বদ্ধতা থাকে, সেটাতেই আটকাচ্ছিল আমার।
নিজের প্রস্তুতির বিষয়টিও মাথায় ছিল তার। সৌমিতৃষা বলেন, তার ওপর নিজেকেও একটা চ্যালেঞ্জ নিতে হয়, আমি আমার অতীতের চরিত্র থেকে নিজেকে আলাদা কীভাবে করব। সেটা সত্যি আমি পেড়ে উঠতাম না।
প্রথম বড়পর্দার অফার নিয়ে তিনি বলেন, প্রথম আমাকে বড় পর্দার জন্য অফার দিয়েছিলেন দেব’দাই। তবে ছবিটা প্রধান নয় ‘বাঘা যতিন’ ছিল। এরপর আরও বেশ কিছু ছবির প্রস্তাবও পেয়েছিলাম। আমি কখনও সেই বিষয় মুখ খুলিনি, জানি না, সবাই সব কিছু কোথা থেকে যেনে ফেলছে।
জিৎ-এর ছবির প্রস্তাব নিয়ে সৌমিতৃষা বলেন, এটাও সত্যি যে ‘বুমেরাং’ ছবির প্রস্তাবও ছিল আমার কাছে, তবে তখন শুটিংটা এমন একটা সময় ছিল, যখন আমি ধারাবাহিকে ব্যস্ত। এতটা পরে হওয়ার কথা ছিল না। তাই একটু চিন্তায় ছিলাম আমি করতে পারব কি পারব না। বেশ চিন্তায় ছিলাম তখন শরীরটা নিয়েও।
মিঠাই বলেন, প্রথম ছবি যদি নিজের ১০০ শতাংশ দিতে না পারি, তারমধ্যেই আমার কাছে প্রধান ছবির প্রস্তাব চলে আসে। তখন ভেবে দেখি, সব দিক থেকে প্রধানটাই ঠিক লাগছে। যেহেতু এটা পরের দিকে শুট, তাই শরীরটাও ঠিক করে নিতে পারব। নিজের জন্য কিছুটা সময়ও পাওয়া যাবে। তাই এটাতেই রাজি হয়ে যাই।