বিনোদন ডেস্ক: মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত হিন্দি ছবি ‘গদর-২’। সানি দেওল এবং আমিশা প্যাটেল অভিনীত ‘গদর-২’ আগামী শুক্রবার অর্থাৎ, ১১ আগস্ট ভারতের সমস্ত প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে আটারি-ওয়াঘা সীমান্তে ভারত এবং পাকিস্তান সেনার একটি অনুষ্ঠানে উপস্থিত হলেন দুই তারকা।
একটি জলপাই রঙের পাগড়ি এবং হলুদ পাঞ্জাবি পরে সেই অনুষ্ঠানে যোগ দেন সানি। অন্য দিকে, আমিশা উপস্থিত হন আকাশি রঙের একটি সালোয়ার-কামিজ পরে। ২০০১ সালের ১৫ জুন মুক্তি পেয়েছিল ‘গদর’। তার পর পেরিয়ে গিয়েছে ২২টা বছর।
আবার পর্দায় ফিরছে সানি অভিনীত ‘তারা সিং’ এবং আমিশা অভিনীত ‘শাকিনা’ চরিত্র। মুক্তির আগে পাক-ভারত সীমান্তে গিয়ে ছবির প্রচার সারলেন সানি-আমিশা। আটারি-ওয়াঘা সীমান্তে গিয়ে ‘গদর’ ছবির— ‘‘হিন্দুস্তান জিন্দাবাদ থা, জিন্দাবাদ হ্যায় অর জিন্দাবাদ রহেগা’’ সংলাপ চিৎকার করে বলেন সানি।
সীমান্তে সানির সেই সংলাপ শুনে জনতার মধ্যে উন্মাদনা ছড়িয়ে পড়ে। উপস্থিত জনতা সানির সমর্থনে চিৎকার শুরু করেন। তারস্বরে শোনা যায় ‘হিন্দুস্তান জিন্দাবাদ’ স্লোগান। ২২ বছর আগে সারা দেশ জুড়ে হইচই ফেলে দিয়েছিল ‘গদর’।
১৮ কোটি দিয়ে তৈরি সেই ছবি বক্স অফিসে ব্যবসা করেছিল ১৩৩ কোটি টাকার। তার কয়েক বছরের মধ্যেই ছবির দ্বিতীয় পর্ব তৈরির ঘোষণা করেন পরিচালক অনিল শর্মা। কিন্তু কিছু কারণের জন্য সেই সিনেমা তৈরি সম্ভব হয়নি। সম্ভব হল ২২ বছর পর।
পরিচালক অনিলের মতে, দেশের স্বাধীনতা দিবসে এটাই হবে দেশকে দেওয়া তার সেরা উপহার। প্রথম পর্বের মতো এই ছবির দ্বিতীয় পর্বেও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে গানের উপর। ‘ম্যায় নিকলা গাড্ডি লে কে’, ‘ঘর আজা পরদেশি’র মতো হিট গানগুলি যেমন রাখা হয়েছে, তেমনই নতুন কিছু গান বানিয়েছেন সুরকার মিথুন।
গল্পের গতি বিশ বছর এগিয়ে থাকলেও এই ছবিতেও সানিকে ‘গদর’-এর মতোই ভরপুর অ্যাকশন করতে দেখা যাবে। সঙ্গে থাকবে একই রকম কাটকাট সংলাপ। অনেকেরই কৌতুহল ছিল ‘গদর’-এর সাফল্যের পর এত বছর পর কেন ‘গদর ২’ করতে রাজি হলেন অভিনেতা! তার জবাব দিয়েছেন সানি।
সানি জানিয়েছিলেন, ছবির দ্বিতীয় অংশের চিত্রনাট্য শুনে তার চোখে পানি চলে এসেছিল। তার পরেই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার ‘গদর-২’-এর পাশাপাশি মুক্তি পাবে আরও একটি ছবির দ্বিতীয় পর্ব। অক্ষয় কুমার অভিনীত ‘ওহ মাই গড-২’। এখন দেখার সানি না অক্ষয়, বক্স অফিসের দৌড়ে কে এগিয়ে থাকবেন।