বিনোদন ডেস্ক: সোমবার হৃদরোগে আক্রান্ত হন সালমান খানের সুপারহিট ছবি 'বডিগার্ড'-এর পরিচালক সিদ্দিক ইসমাইল। এদিন বিকাল তিনটা নাগাদ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
কেরালার কোচির এক বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। হৃদরোগ ছাড়াও একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। তার অবস্থা সংকটাপন্ন বলেই খবর। জানা যাচ্ছে যে বিগত বেশ অনেক দিন ধরেই নিউমোনিয়া ও লিভারের সমস্যায় ভুগছেন সিদ্দিক ইসমাইল। বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মাঝেই হৃদরোগে আক্রান্ত হন পরিচালক।
জানা যায়, বর্তমানে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে ইসিএমও সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতাল থেকে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে বলা হয় যে, আজ অর্থাৎ মঙ্গলবার মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য নিয়ে বৈঠকে বসবে। বোর্ডের নিদ্ধান্ত অনুযায়ী সিদ্দিকের পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে।
প্রসঙ্গত, সালমান খান ও কারিনা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘বডিগার্ড’-এর পরিচালক হিসাবে বলিউডে তিনি জনপ্রিয়তা পেলেও তার কেরিয়ার দীর্ঘ তিন দশকের। মালায়ালম ছবিতে চিত্রনাট্যকার হিসাবে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সিদ্দিক ইসমাইল।
১৯৮৬ সালে চিত্রনাট্যকার হিসেবে বড় পর্দায় কাজ শুরু করেন তিনি। এর তিন বছর পরেই ১৯৮৯ সালে মালায়ালাম ভাষার ‘রামজি রাও স্পেকিং’ সিনেমার হাত ধরে পরিচালক হিসেবে ডেবিউ করেন তিনি। তিন দশকের বেশি সময় ধরে মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সিদ্দিক ইসমাইল।
তার একাধিক ছবি পেয়েছে সুপারহিটের তকমা। তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে অন্যতম ‘গডফাদার’, ‘কাবুলিওয়ালা’, ‘হিটলার’, ‘ফ্রেন্ডস’, ‘ভিয়েতনাম কলোনি’-র মতো ছবি। তার প্রথম বলিউডের ছবি ‘হুলচুল’। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবি সেভাবে কোনও সাড়া ফেলতে পারেনি।