মঙ্গলবার, ০৮ আগস্ট, ২০২৩, ০৬:৪৯:৩৪

জনপ্রিয় তারকার স্ত্রীর আকস্মিক মৃত্যুতে সিনে-জগতে শোকের ছায়া

জনপ্রিয় তারকার স্ত্রীর আকস্মিক মৃত্যুতে সিনে-জগতে শোকের ছায়া

বিনোদন ডেস্ক: ভারতের সিনে-জগতে শোকের ছায়া। প্রয়াত কন্নড় অভিনেতা বিজয় রাঘবেন্দ্রর স্ত্রী স্পন্দনা রাঘবেন্দ্র। তারকা পত্নীর আকস্মিক মৃত্যুতে সকলেই স্তম্ভিত। জানা গেছে, পরিবারের সঙ্গে ব্যাঙ্ককে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। বয়স হয়েছিল ৪১ বছরের কাছাকাছি। 

ব্যাঙ্ককে পরিবারের সঙ্গে থাকাকালীনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল কন্নড় সিনেমার জনপ্রিয় তারকার বিজয় রাঘবেন্দ্রর স্ত্রীয়ের। সূত্রের খবর, তিনি কেনাকাটা করতে বেরিয়েছিলেন। সেই সময়েই হঠাৎ শরীর খারাপ লাগতে থাকে তার এবং বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও শেষরক্ষা হয়নি। 

সূত্রের আরও খবর, স্পন্দনার নিম্ন রক্তচাপ হার্ট অ্যাটাকের অন্যতম কারণ। তার মৃত্যুর খবর যে শুধু পরিবার পরিজনকেই ধাক্কা দিয়েছে তাই নয়, বিনোদন দুনিয়াতেও ফেলেছে শোকের ছায়া। ২০০৭ সালের ২৬ আগস্ট বিয়ে করেন বিজয় রাঘবেন্দ্র ও স্পন্দনা। তাদের দুই সন্তান রয়েছে। 

এক ছেলে, নাম শৌর্য্য ও এক মেয়ে রয়েছে। তাদের ষোড়শ বিবাহবার্ষিকী আসতে আর মাত্র দিন ১৯ মতো বাকি ছিল। তার আগেই এই দুর্ঘটনা ঘটলো। স্বভাবতই ভেঙে পড়েছে তার গোটা পরিবার। স্পন্দনা হচ্ছেন অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার বি. কে. শিবারামের কন্যা। 

তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতেও নিজের প্রতিভা দেখিয়েছেন। ২০১৬ সালের ছবি 'অপূর্বা'য় তাকে অতিথি শিল্পী হিসেবে দেখা যায়। অভিনেতা পত্নীর মরদেহ বেঙ্গালুরুতে নিয়ে আসার কথা, সেই সময়ের প্রয়োজনীয় রীতিনীতি মেনে প্রস্তুতিও নেওয়া হচ্ছে বলে খবর। 

একইসঙ্গে, সাম্প্রতিককালে হৃদরোগে আক্রান্ত হয়ে একাধিক তারকার মৃত্যুর খবর বাড়াচ্ছে চিন্তা। এমন দুর্ঘটনার সাম্প্রতিক উদাহরণ দক্ষিণী মহাতারকা পুণীত রাজকুমারের মৃত্যুও। ২০২১ সালের ২৯ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়েই আকস্মিক মৃত্যুর হয় পুণীত রাজকুমারের। তার বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে