বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হলে সোমবার তিনি বাসায় ফেরেন। এর আগে রোববার হাসপাতালে ভর্তি হন তিনি। বিষয়টি তানজিন তিশা নিজেই নিশ্চিত করেছেন। জ্বরের কারণ ডেঙ্গু বা চিকুনগুনিয়া নয়। একটু বেশি ডায়েট কন্ট্রোল ও দুঃশ্চিন্তা করায় অসুস্থ হয়েছিলেন তিশা।
সোমবার সন্ধ্যায় ফেসবুকে হাসপাতালের বেডে শুয়ে থাকা একটি ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। তিনি লেখেন- ‘গত কয়েক দিন ধরেই অসুস্থ আমি; কিন্তু গতকাল (৬ আগস্ট) শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। এ কারণে অনেকের ফোন রিসিভ করতে পারিনি।’
তিনি আরও লেখেন- ‘আলহামদুলিল্লাহ! এখন অনেকটা ভালো বোধ করছি। আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি, এজন্য আপনারা সবাই দোয়া করবেন।’ তিশা বলেন, হাসপাতালে ভর্তির পর চিকিৎসা শুরু হলেও অবস্থার উন্নতি না হয়ে বরং খারাপ হয়। চিকিৎসক ওষুধ দেন। ওষুধ দেওয়ার আগে চিকিৎসক বলেছিলেন, এটি নেওয়ার পর কিছুটা কষ্ট হবে। ওষুধ নেওয়ার কিছুক্ষণ পর মনে হলো শরীরে যেন আগুন ধরেছে। যন্ত্রণা শুরু হয়, কষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল মারা যাব। তখন মাকে জড়িয়ে ধরেছিলাম। প্রায় তিন ঘণ্টা পর কিছুটা স্বস্তি আসে।
কমেন্ট বক্সে অনেকের প্রশ্নে ছিল, কেন এমন হলো? এবং চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষায় কিছু ধরা পড়ল কিনা। তিশা জানান, তিনি ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়াসহ নানা ধরনের পরীক্ষা করিয়েছেন। সেসব কিছু নয়। কিছুদিন ধরে বেশি বেশি ডায়েট কন্ট্রোল করছিলেন তিনি। এছাড়া কিছু বিষয় নিয়ে দুশ্চিন্তাও করছিলেন। চিকিৎসকের ধারণা, এসব কারণেই জ্বরে পড়েন তিশা।