বুধবার, ০৯ আগস্ট, ২০২৩, ১২:৪২:১২

২ বছর পর মুক্তি পাচ্ছে রজনীকান্তের সিনেমা, অফিস ছুটি ঘোষণা!

২ বছর পর মুক্তি পাচ্ছে রজনীকান্তের সিনেমা, অফিস ছুটি ঘোষণা!

বিনোদন ডেস্ক : তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা মানেই অন্যরকম উন্মাদনা। দীর্ঘ দুই বছর পর মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘জেলার’। নেলসন দিলীপ কুমার নির্মিত এ সিনেমা আগামী ১০ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এ উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর অফিস ছুটি ঘোষণা করা হয়েছে।

দ্য ইকোনোমিক টাইমস জানিয়েছে, ‘জেলার’ সিনেমা মুক্তির দিন চেন্নাই এবং বেঙ্গালুরুর অফিস ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, কিছু কোম্পানি তাদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিনামূল্যে টিকিট দিয়েছে।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে তাকে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে দেখা যাবে। সিনেমাটির প্রিভিউতে রজনীকান্তকে তলোয়ার এবং বন্দুক ব্যবহার করতে দেখা গিয়েছে বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে আরো অভিনয় করেছেন— জ্যাকি শ্রফ, মোহনলাল, শিবা রাজকুমার, বসন্ত রবি, তামান্না ভাটিয়া, সুনীল প্রমুখ। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করেছেন কালানিথি মরন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে