বুধবার, ০৯ আগস্ট, ২০২৩, ০৯:০১:০৬

এবার নতুন যে দুই সিনেমায় অভিনয় করছেন দীঘি

এবার নতুন যে দুই সিনেমায় অভিনয় করছেন দীঘি

বিনোদন ডেস্ক : ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে জড়িত প্রার্থনা ফারদিন দীঘি। তবে নায়িকা হিসেবে অভিষেকের পর খুব একটা সুবিধা করতে পারেননি।  মাঝে কিছু সময় বিরতি দিয়ে এবার আরো প্রস্তুত হয়ে মাঠে নেমেছেন তিনি।  সম্প্রতি শেষ করেছেন একটি সিনেমার শুটিং। ইফতেখার আহমেদ ওশিন পরিচালিত এ সিনেমার নাম ‘জীবন-জুয়া’। 

উল্লেখ্য, ‘জীবন-জুয়া’ মূলত অ্যান্থলজি ফিল্ম। অর্থাৎ একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা। জানা গেছে, ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। যার মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। এ গল্পেরই প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীঘি। 

এদিকে, কিছুদিন আগে আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ অভিনেত্রী। নাম ‘দেয়াল’। পরিচালনা করেছেন কামরুল হাসান ফুয়াদ। আগামী ১ অক্টোবর থেকে সিনেমাটি শুটিং শুরু হবে বলে নির্মাতা সুত্রে জানা গেছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে