বুধবার, ০৯ আগস্ট, ২০২৩, ০১:১৬:১৮

সবাই মিলে কাপড় খুলেই নিয়েছে, এখন আর কী লুকাব: করণ জোহর

সবাই মিলে কাপড় খুলেই নিয়েছে, এখন আর কী লুকাব: করণ জোহর

বিনোদন ডেস্ক: গত কয়েক বছরে নেপোটিজম বিতর্ক বারবার মাথাচাড়া দিয়েছে বলিউডে। আর সেই বিতর্কের কেন্দ্রে থেকেছেন করণ জোহর। নেপো-কিডের ‘ড্যাডি’ হিসাবে করণকে বিঁধেছেন কঙ্গনা, ‘মুভি মাফিয়া’র ট্যাগও জুড়েছে পরিচালকের নামের পাশে। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশের বিরাগভাজন হন করণ। জীবদ্দশায় সুশান্তের শেষ রিলিজ ছিল ‘ড্রাইভ’, যার প্রযোজক ছিলেন করণ। সরাসরি ওটিটিতে এই ছবির মুক্তি নিয়ে প্রযোজকের সঙ্গে অভিনেতার মনোমালিন্যের গুঞ্জন আগুন গতিতে ছড়িয়ে পড়ে সুশান্তের মৃত্যুর পর। 

আউটসাইডারদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের অভিযোগে বিদ্ধ হন করণ জোহর। ফিল্ম সমালোচক সুচারিতা ত্যাগীর সঙ্গে একান্ত আলাপচারিতায় এই বিতর্ক নিয়ে এবার সরব হলেন করণ, জানালেন ‘মুভি মাফিয়া’ কটাক্ষ কতখানি প্রভাবিত করেছে তার পরিবারকে। 

পরিচালক জানান, ‘গত তিন বছরে আমি যে পরিমাণ ঘৃণা কুড়িয়েছি সেটা আমার মাকে খুব বেশি প্রভাবিত করেছে। আমি ওঁনাকে রীতিমতো কুঁকড়ে যেতে দেখেছি। টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্র আমাকে নিয়ে সমালোচনা, উনি একদম চুপ করে গিয়েছিলেন। নির্দিষ্ট কিছু উদ্দেশ্য নিয়ে নিউজ অ্যাঙ্কররা আমাকে নিয়ে অত্যন্ত অপ্রীতিকর কথাবার্তা বলেছে। আমাকে নীচু করা হয়েছে। সোশ্যাল মিডিয়াতেও একই পরিস্থিতি’। 

এরপর করণ যোগ করেন, ‘কিন্তু ওইসময় আমাকে শক্ত থাকতে হয়েছে, আমার মায়ের জন্য এবং নিজের জন্য। নিজেকে নগ্ন বলে মনে হত যা ঘটছিল। এখন তো সকলে কাপড় খুলেই নিয়েছে, এখন আর কী লুকাব? কার সঙ্গে লড়ব?’ 

করণ বলেন, ‘লোকজন কিছু না জেনেই অনেককিছু বলেছে আমার সম্পর্কে। তারা জানেই না আমি কেমন মানুষ, মনে মনে আমাকে নিয়ে একটা ধারণা তৈরি করেছে যে আমি মাফিয়া, সেই নিয়ে কথা বলতেই থাকে। তাদের হয়ত ধারণাই নেই প্রতিদিন একজন প্রযোজককে কোন লড়াইটা লড়তে হয়।’ 

কফি উইথ করণের মঞ্চে পৌঁছে সঞ্চালক করণকে কটাক্ষ করেছিলেন কঙ্গনা। তাঁকে ‘নেপোজিমের ধ্বজাধারী’ বলে বিঁধেছিলেন অভিনেত্রী। পরবর্তীতে নিজের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে এবং সাক্ষাৎকারে করণ জোহরকে ‘মুভি মাফিয়া’ বলে বিদ্রুপ করেছেন ‘কুইন’ তারকা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে