বিনোদন ডেস্ক: ভারতীয় নই, আমি ব্রিটিশ নাগরিক', স্পষ্ট জবাব দিলেলেন আলিয়া ভাট। হ্যাঁ, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফের মতো আলিয়াও খাতায়-কলমে ভারতীয় নাগরিক নন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এবিষয়ে নিজেই কথা বলেছেন আলিয়া।
সম্প্রতি ‘হার্ট অফ স্টোন’ দিয়ে হলিউডে পা রাখতে চলেছেন আলিয়া ভাট। গ্যাল গ্যাডট, জেমি ডরনান-দের সঙ্গে দেখা যাবে আলিয়াকেও। এই ছবিতে কিনা নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন আলিয়া। সম্প্রতি ছবি নিয়ে নেটফ্লিক্সের একটি প্রচারমূলক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আলিয়া।
আর সেখানেই সবথেকে বেশি গুগল করা প্রশ্নের উত্তর দিয়েছেন ‘ভাট কন্যা’। এদিন গাল গ্যাডট আলিয়াকে প্রশ্ন করেন, ‘তিনি কি ব্রিটিশ?’ তারই উত্তর দিতে গিয়ে ‘হ্যাঁ’ বলে সম্মতি প্রকাশ করেন আলিয়া। বলেন, ‘আমার মায়ের জন্ম বার্মিংহামে, যদিও আমি ভারতে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি।’
যখন গ্যাডট তাকে জিজ্ঞাসা করেছিলেন, ‘উনি (আলিয়ার মা) আপনার সঙ্গে সারা জীবন আপনার ব্রিটিশ ইংরেজিতে কথা বলেছেন?’, আলিয়া উত্তর দিয়েছিলেন, ‘আমার দিদা সারাজীবন ইংল্যান্ডে ছিলেন তাই আমার দিদার (মায়ের মা) মধ্যে ব্রিটিশ ইংরেজি উচ্চারণই থেকে গিয়েছে।’
প্রসঙ্গত নাগরিকত্ত্ব প্রসঙ্গেই একবার এক সাক্ষাৎকারে আলিয়ার মা সোনি রাজদান বলেন, ‘আমি ব্রিটেনেতে জন্মগ্রহণ করেছি কিন্তু যখন আমার বয়স তিন মাস, আমি মুম্বইতে চলে আসি। আমার মা আমার জন্য ব্রিটিশ পাসপোর্ট এনেছিলেন। আমরা দক্ষিণ মুম্বাইতে থাকতাম এবং আমি বোম্বে ইন্টারন্যাশনাল স্কুলে পড়েছি।”
তিনি আরও বলেন, “যে স্কুলটি আমার বাবা-মা শুরু করেছিলেন। আমার পাসপোর্টের কোথাকার হবে, সেটা কেন কেউ আমাকে ঠিক করে দেবেন যে এটি নিয়ে আমার কী করা উচিত! আমি কোন পাসপোর্ট চাই তা নির্ধারণ করা বিশ্বের একজন নাগরিক হিসেবে আমার নিজের পছন্দ এবং অধিকার।”