বিনোদন ডেস্ক: রজনীকান্তের চলচ্চিত্র মুক্তি মানেই উৎসবের আমেজ। দক্ষিণ ভারতে এমনটাই চলে আসছে গত চার দশকের বেশি সময় ধরে। সম্প্রতি নতুন চলচ্চিত্র আসছে এই সুপারস্টারের। ১০ আগষ্ট মুক্তি পাবে রজনীকান্তের চলচ্চিত্র ‘জেলার’।
ভারতজুড়ে সিনেমাহলে ধামাকা করবে ‘জেলার’, এমনটাই আশা রাখছেন নির্মাতারা। আর সেই উপলক্ষে ছুটি দেওয়া শুরু করে দিল চেন্নাই-বেঙ্গালুরুর অফিসগুলো। এদিকে জেলার মুক্তির একদিন পড়েই মুক্তি পাচ্ছে বছরের অন্যতম প্রতীক্ষিত দুই চলচ্চিত্র ‘গাদার ২’ এবং ‘ও মাই গড ২’। যার ফলে ভারতীয় বক্স অফিসে তুমুল লড়াইয়ের আভাস পাচ্ছেন সিনেমাপ্রেমীরা।
প্রায় দুই বছরের অনুপস্থিতির পর পর্দায় ফিরছেন দক্ষিণের এই সুপারস্টার। প্রতিবেদন অনুসারে, শুক্রবার সিনেমার প্রিভিউ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উন্মাদনা। শুধু দেশ নয়, বিদেশেও চলছে রজনীকান্ত এর দাপট। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কোয়ার পর্যন্ত পৌঁছে গেছে জেলার।
সিনেমা বিশ্লেষকরা ধারনা করছেন, মুক্তির দিনে ৯০ শতাংশের বেশি স্ক্রিন নিজের দখলে রাখবে বলে জেলার। যা রজনীকান্তের জন্য ঐতিহাসিক উদ্বোধন হতে চলেছে।
নেলসন দিলীপকুমার পরিচালিত ‘জেলার’ একটি অ্যাকশন ফিল্ম। যেখানে রজনীকান্তকে দেখা যাবে অ্যাকশন প্যাকড অবতারে। রজনীকান্তের চরিত্রের নাম 'টাইগার' মুথুভেল পান্ডিয়ান।
এই সিনেমাতে তাকে দেখা যাবে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে। এতে রয়েছে জ্যাকি শ্রফও। এছাড়াও 'জেলার'-এ অভিনয় করেছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি, এবং বিনায়কানের মতো তারকারা।
জেলার মুক্তির ১ দিন পর বক্স অফিসে আসছে সানি দেওল ও আমিশা পাটেলের ‘গাদার ২’ এবং অক্ষয় কুমারের ‘ও মাই গড ২’। ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে বেশ সাড়া ফেলেছে সানি দেওলের ‘গাদার ২’। সিনেমাটি প্রায় ৮ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি করেছে যা প্রথম দিনের আয়ে দারুণ অবদান রাখতে যাচ্ছে। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত সানি দেওলের ‘গাদার : এক প্রেম কথা’ হিন্দি চলচ্চিত্রের অন্যতম ব্যবসাসফল একটি চলচ্চিত্র। সিনেমাটিতে সানি দেওলের সাথে আরো অভিনয় করেছেন আমিশা পাটেল, অমরেশ পুরী। দীর্ঘ ২২ বছর পর ব্লকবাস্টার সিনেমাটির সিক্যুয়েল নিয়ে আসছেন সানি দেওল। এবারও মুল ভূমিকায় তার পাশে দেখা যাবে আমিশা পাটেলকে। তারা সিং এবং সখিনার গল্প ফিরিয়ে আনবে সিনেমাটি।
অপরদিকে ‘ও মাই গড ২’ ইতিমধ্যে প্রায় ১.৫ কোটি রুপির অগ্রিম টিকিট বিক্রি করেছে। দীর্ঘদিনের আলোচনা-সমালোচনা থাকলেও অক্ষয়ের ‘ও মাই গড ২’-এর ট্রেলার দর্শকদের বেশ মুগ্ধ করেছে। সিনেমাটিতে ক্রান্তি স্মরণ মুদগল নামের এক পিতার চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠি। এক পিতা যার ছেলের সঙ্গে ঘটে গেছে একটি ঘটনা। স্কুলে সেক্স এডুকেশন নিয়েই সিনেমার প্রেক্ষাপট।
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছোটদের কী ক্ষতি করতে পারে সেটাই দেখানো হয়েছে এই চলচ্চিত্রে। সেখানে নিজের ছেলেকে বিপদমুক্ত করতেই পঙ্কজ লড়ে যান আইনি লড়াই। শিব ভক্ত সেই পিতার অগাধ বিশ্বাস ভগবান মহাদেবের প্রতি। ছেলেকে বাঁচাতেই মহাদেবের উপাসনার দ্বারস্থ হন তিনি। এতে বিপক্ষ আইনজীবীর চরিত্রে রয়েছেন ইয়ামি গৌতম। সনাতন ধর্মের নিয়মের সঙ্গে এর তাৎপর্যমূলক ব্যাখ্যাও দেওয়া হয়েছে সিনেমাটিতে।
‘ওহ মাই গড ২’-এ অক্ষয় কুমার ছাড়াও আরো অভিনয় করেছেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠি, অরুণ গোভিল ও আমির নায়েক। অমিত রাইয়ের পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করছেন বিপুল ডি শাহ, আশ্বিন ভার্দে, রাজেশ বাহল। ১১ আগস্ট মুক্তি পাবে এটি। সূত্র : স্যাকনিল্ক, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস