সোমবার, ০১ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:১১:২৩

বিচ্ছেদের পর মেকআপের টিপস দিচ্ছেন ক্যাটরিনা

বিচ্ছেদের পর মেকআপের টিপস দিচ্ছেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক : বলিউড হিরো রণবীর কাপুর এবং হিরোইন ক্যাটরিনা কাইফের দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্ক ভেঙে গিয়েছে। তার পর থেকেই শুটিং সেটে কথা বলা বন্ধ, শেয়ার করছেন না মেকআপ ভ্যান। নিজেদের কেনা ফ্ল্যাটে আর থাকছেনও না একসঙ্গে। এইসব কিছুই ইশারা করছে তাদের বিচ্ছেদ ঘটার দিকে। আর এইবার এই খবরকে বেশ বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেলেন ক্যাটরিনা।

পাকাপাকিভাবে নাকি বিচ্ছেদটা হয়েই গিয়েছে রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের। দুজনের সম্পর্কের ভাঙন নিয়ে বলিউডে যখন জোর গুঞ্জন, তখন নিজেদের সম্পর্কের চিড় ধরার কথা আবারও এড়িয়ে গেলেন ক্যাটরিনা। ব্যক্তিগত সম্পর্কের কথা এড়িয়ে গেলেও,একটি প্রসাধনী সামগ্রীর প্রচারে এসে জানালেন নিজের পছন্দের রং এর কথা। এমনিতেই তিনি বার্বি ডল। প্রয়োজন নেই কোন মেকআপের। তবুও  চটজলদি মেকআপের টিপস শোনা গেল বার্বি ডল ক্যাটেরিনার মুখে।
১ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে