বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ০৮:০৫:২০

প্রাইভেট জেটও রয়েছে যেসকল বলিউড তারকার!

 প্রাইভেট জেটও রয়েছে যেসকল বলিউড তারকার!

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রি মানেই গ্ল্যামার ওয়ার্ল্ড। এই জগতের প্রতিটি শিল্পী বা তারকারা সম্পদ এবং খ্যাতির পাশাপাশি জনপ্রিয়তায়ও স্বীকৃত। বলিউডে এমন অনেক তারকরা আছেন যারা চলচ্চিত্র জগৎ থেকে এত অর্থ উপার্জন করেছেন, যা আগামী কয়েক প্রজন্ম নিশ্চিন্তে বিলাসবহুল জীবন কাটাতে পারবে।

বর্তমানে তারা বিশাল সম্পদের মালিক। তাদের বিলাসবহুল বাংলো, দামি গাড়ির পাশাপাশি নিজস্ব ‘প্রাইভেট জেট’ও রয়েছে। এই অঘাত সম্পদের মালিকানার তালিকায় রয়েছে বলিউডের এই তারকরা।

অক্ষয় কুমার : বলিউডের খিলাড়ি এবং প্রবীণ অভিনেতা অক্ষয় কুমার কোটি মানুষের হৃদয়ে রাজত্ব করছেন। অক্ষয় কুমার বিশাল সম্পত্তির মালিক এবং খবর অনুযায়ী তিনি ২৬০ কোটি টাকা মূল্যের একটি ব্যক্তিগত জেটের মালিক।

অজয় দেবগন : অজয় দেবগন একজন বিখ্যাত বলিউড অভিনেতা। জানা যায়, তার দামী গাড়ির একটি বড় সংগ্রহ রয়েছে। মার্সিডিজ এবং অডি ছাড়াও তার নিজস্ব ব্যক্তিগত জেট রয়েছে। যেটা তিনি শুটিং এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যবহার করেন।

প্রিয়ঙ্কা চোপড়া : বলিউড থেকে আন্তর্জাতিক স্তরে নিজের ক্যারিয়ার গড়ে তোলা প্রবীণ অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পদের কোন অভাব নেই। জানা যায়, প্রিয়াঙ্কা তার ব্যক্তিগত ভ্রমণের জন্য নিজেস্ব জেট ব্যবহার করেন।

অমিতাভ বচ্চন : প্রবীণ বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের বিষয়ে আলাদা কিছু বলার প্রয়োজন রাখে না। তিনি প্রচুর অর্থ ও সম্পদের মালিক। সমস্ত রকম বিলাসিতার পাশাপাশি অমিতাভ বচ্চনের নিজস্ব বিলাসবহুল প্রাইভেট জেটও রয়েছে।

শিল্পা শেট্টি : বলিউডের ফিট এবং গ্ল্যামারাস অভিনেত্রী শিল্পা শেট্টির আজ অঘাত সম্পদের সাথে বিলাসবহুল জীবন যাপন করছেন। খবর অনুযায়ী, শিল্পা তার ব্যক্তিগত ভ্রমণের জন্য নিজস্ব জেট ব্যবহার করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে