বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, ১০:৫০:২৮

রাজের এক্সেস আছে আমাকে যা খুশি বলার, শাসন করার: শবনম ফারিয়া

রাজের এক্সেস আছে আমাকে যা খুশি বলার, শাসন করার: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক : দেশের জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জন্মদিন আজ বৃহস্পতিবার। দিনটি উপলক্ষে আলোচিত এ নির্মাতাকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। 

নিজের ভেরিফায়েড পেজে এই অভিনেত্রী লেখেন, আমি খুব জেদি মানুষ, আমাকে বোঝাতে আসা বা জ্ঞান দেওয়া আমার খুব অপছন্দের একটা জিনিস! আমাকে শাসন করার ক্ষমতা আমি কাউকে দেই না। আমার মা বাবার বাইরে খুব কম মানুষের এক্সেস আছে আমার পার্সোনাল স্পেসে!

‘কিন্তু এই মানুষটার (রাজ) এক্সেস আছে আমাকে যা খুশি বলার, শাসন করার (খুব একটা লাভ হয় না যদিও)। দুনিয়াতে এমন খুব কম বিষয় আছে যেটা আমি ভাইয়াকে বলতে পারি না! জীবনে এমন কারও সঙ্গে পরিচয় হওয়া সবার ভাগ্যে থাকে না!’

রাজকে উদ্দেশ করে শবনম আরও লেখেন, আল্লাহ্, আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে, আবার অনেক কিছু দিয়েছে, সেই দেওয়ার বাক্সের মধ্যে একটা উপহার ভাইয়া। স্ট্যাটাসের শেষে রাজকে ট্যাগ করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শবনম ফারিয়া লেখেন, পরের বছর ভাবির (রাজের স্ত্রী) সঙ্গে একটি ছবি পোস্ট দিতে চাই। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে