শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ০৮:২৪:০৭

শাহরুখ নন, অবশেষে যিনি হচ্ছেন ডন থ্রির হিরো!

শাহরুখ নন, অবশেষে যিনি হচ্ছেন ডন থ্রির হিরো!

বিনোদন ডেস্ক : দর্শকের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে জানা গেল, কে হচ্ছেন ফারহার আখতার পরিচালিত ডন থ্রির হিরো! শাহরুখ নয়, এবারের পর্বে দুর্ধর্ষ অ্যাকশন সিনে দেখা যাবে রণবীর সিংকে। অন্যদিকে, প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত রুমা ভাগাতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কিয়ারা আদভানিকে। রণবীর সিংয়ের বিপরীতে কিয়ারার অভিনয়ের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছে ফারহানের ঘনিষ্ঠ সূত্র।

এদিকে নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে বলা হয়েছে, ইতোমধ্যেই বলিউডের নতুন ‘ডন’কে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি। এবার রুমা চরিত্রের জন্য কিয়ারাকে নির্বাচিত করা হয়েছে। বিষয়টি অফিসিয়ালি জানানো হবে। প্রিয়াঙ্কার ব্যস্ততার কারণে চরিত্রটিতে তাকে দেখা যাবে না।

গত ৮ আগস্ট ‘ডন-থ্রি’র টিজার মুক্তি পেয়েছে। নতুন ডনের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে একটি ভিডিও শেয়ার করে স্যোশাল মিডিয়ায় ফারহান লিখেছেন, ‘ডন থ্রি’র নতুন যুগ শুরু হচ্ছে। ছবিটি পরিচালনা করবেন ফারহান নিজেই।’

উল্লেখ্য, ২০০৬ সালে মুক্তি পায় ফারহান আখতার পরিচালিত অ্যাকশন সিনেমা ‘ডন’। এর ৫ বছর পরে মুক্তি পায় ‘ডন-টু’। দুটি ছবিতেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন শাহরুখ খান। এখন দেখার অপেক্ষা নতুন ডন রূপে রানভীর সিং এবং রুমা ভাগাতের চরিত্রে কিয়ারা আদভানী দর্শকের মন জয় করতে আদৌ সফল হয় কি না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে