বিনোদন ডেস্ক: এক অভিনেতার জন্য নিজেকে 'সিঙ্গল' বলে দাবি করলেন রচনা ব্যানার্জী। ভাবছেন তো, কে তিনি? ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এর প্রচারে ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে হাজির হয়েছিলেন শাশ্বত চ্যাটার্জী। এসেই দীর্ঘদিনের সহকর্মী-বন্ধুর রচনার সঙ্গে রসিকতায় মাততে দেখে গেল তাকে।
রচনাকে শাশ্বত বলেন, “কতদিন পর দেখা, আপনি কি এখনও একা?” শাশ্বতকেও পাল্টা সিক্সার ফিরিয়ে দিয়েছেন রচনা। তাকেও লজ্জায় লাল হয়ে বলতে শোন যায়, “একা? মানে… আপনার জন্য তো আমি সবসময়েই একা।” তাদের এই রসিকতায় মজেছেন নেটিজেনরাও। দুই বন্ধুর খুনসুটি এখন সামাজিক মাধ্যমে ট্রেন্ডিং।
প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর প্রথম সিরিজ ‘আবার প্রলয়’-এ দেখা যাবে শাশ্বতকে। সেখানে তার চরিত্রের নাম অনিমেষ দত্ত। সিরিজে রয়েছে একগুছ স্টার। রয়েছে সায়নী ঘোষ থেকে শুরু করে জুন মালিয়া, কৌশানীসহ অনেকেই। অন্যদিকে রচনাও ব্যস্ত কাজ নিয়ে। সম্প্রতি ব্যবসাও শুরু করেছেন তিনি। তার নিজস্ব ব্র্যান্ড রয়েছে।
শাড়ির ব্যবসা থেকে শুরু করে প্রসাধনী– চলছে রমরমিয়ে। ব্যক্তিগত জীবনে একা হাতে ছেলের মানুষ করছেন রচনা। প্রবাল বসুর সঙ্গে তার অফিসিয়াল বিচ্ছেদ না হলেও একসঙ্গে থাকেন না তারা। ছেলের দায়িত্ব যৌথভাবে পালন করলেও বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকে রচনার সন্তান প্রনীল।