শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ০৪:১১:১৬

আরও এক সিরিজ থেকে বাদ পড়লেন তৃণা সাহা!

আরও এক সিরিজ থেকে বাদ পড়লেন তৃণা সাহা!

বিনোদন ডেস্ক: 'মাতঙ্গী'র পর এবার 'গভীর জলের মাছ'-এর দ্বিতীয় সিজন থেকেও বাদ পড়ল তৃণা সাহার নাম। সাহানা দত্তের এই সিরিজ থেকে নাকি নিজেই সরে দাঁড়িয়েছেন নায়িকা। কিন্তু এর নেপথ্যে কি সোহিনী সরকারের সঙ্গে বিবাদ? সপ্তাহখানেক ধরে বিতর্কে জেরবার তৃণা। 

তার রেশ কাটতে না কাটতেই আরও এক সিরিজ থেকে সরে দাঁড়ালেন নায়িকা। ক্যামেলিয়া প্রোডাকশন এবং রুদ্রনীল ঘোষের ওয়ার্কশপ প্রোডাকশনস প্রযোজিত ‘মাতঙ্গী’ ওয়েব সিরিজের সেটে ধুন্ধুমার লড়াই হয় তৃণা ও সোহিনীর। তার পরেই সেই সিরিজ থেকে বাদ পড়েন তৃণা।

এবার হইচই-এর এই সিরিজ থেকে সরে দাঁড়ানো নিয়ে এক সংবাদমাধ্যমকে তৃণা জানিয়েছেন, অন্যান্য কাজের জন্য সময় বার করতে পারেননি, তাই এই সিরিজের দ্বিতীয় সিজনে কাজ করতে পারবেন না। তার কথায় জানা যায়, সিরিজের নির্মাতারা তার ডেটের সঙ্গে নিজেদের ডেট মেলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু হয়ে ওঠেনি। 

এই সিরিজ ছাড়া নিয়ে আফশোস রয়েছে তৃণার। ‘গভীর জলের মাছ’-এর প্রথম সিরিজটি মুক্তি পেয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। তৃণা ছাড়াও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, স্বস্তিকা দত্ত, ঊষশী রায়, অনন্যা সেন, রাজদীপ গুপ্ত, সৌম্য বন্দ্যোপাধ্যায়, যুধাজিৎ সরকার এবং অর্পণ ঘোষাল গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে