শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩, ০৫:১২:২৩

দুশ্চিন্তায় গায়ক নোবেল, ফেসবুক থেকে ছড়ানো হচ্ছে অশ্লী'ল ভিডিও ও ছবি

দুশ্চিন্তায় গায়ক নোবেল, ফেসবুক থেকে ছড়ানো হচ্ছে অশ্লী'ল ভিডিও ও ছবি

বিনোদন ডেস্ক:  গায়ক মইনুল আহসান নোবেলের ফেসবুক থেকে ছড়ানো হচ্ছে অশ্লী'ল ভিডিও ও ছবি। শুধু তা-ই নয়, পেজ থেকে প্রচার করা হচ্ছে জু'য়ার সাইটের বিজ্ঞাপন। তবে একটি সূত্র বলছে, গায়কের ফেসবুক পেজ হ্যাক করে এসব করা হচ্ছে। পেজটি উদ্ধারে তৎপরতা চলছে।

পেজ হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নোবেল নিজেই। শুক্রবার দুপুরে তিনি বলেন, ‘আমার ফেসবুক পেজটি দুই-আড়াই মাস আগে হ্যাক হয়েছে। সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট পেজটি উদ্ধারের চেষ্টা করছে। আশা করছি শিগগিরই আমরা এটার দখল পেয়ে যাব।

নোবেলের ফেসবুক পেজের স্টোরিতে অশ্লী'ল ছবি পোস্ট করে নেটিজেনদের প্রলোভন দেখানো হচ্ছে। সেখানে ক্লিক করলেই নিয়ে যাওয়া হচ্ছে জু'য়া'র সাইটে। এ ছাড়াও টাইমলাইনে অ'শ্লী'ল ভিডিও ও ছবি পোস্ট করা হচ্ছে।

অ'শ্লী'ল ছবি ও ভিডিও পোস্ট করায় নোবেল নিজেও দুশ্চিন্তায় রয়েছেন। তিনি বলেন, আসলে এসব কয়েক দিন থেকে শুরু হয়েছে। এটা খুবই বাজে একটি বিষয়। পেজ উদ্ধার করা ছাড়া কোনো উপায় নেই। যারা হ্যাক করেছে তারা এসব করছে। এ জন্যই আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, যত দ্রুত সম্ভব পেজটি উদ্ধার করতে। এদিকে নোবেলের ‘কলিজা’ নামে নতুন একটি গান প্রকাশের অপেক্ষায় রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে