বিনোদন ডেস্ক: ভারতের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’-এর চতুর্থ কিস্তির অপেক্ষায় ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সিনেমাপ্রেমী সকলেই। পরপর তিনটি সফল চলচ্চিত্র পর্দা কাঁপালেও ‘ধুম ৪’-এর দেখা মিলছে না। একেক সময় একেক রকম গুঞ্জন শোনা গেলেও নির্দিষ্ট করে কোনো তথ্য প্রকাশ করছেন না নির্মাতারা। তবে অভিষেক বচ্চন এবার ‘ধুম’ নিয়ে দিলেন হালকা ইঙ্গিত। জানালেন, ধুমের সিক্যুয়েলের মতো কোনো অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় করতে আগ্রহী তিনি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিষেক জানালেন, ‘দাসভি’ এবং ‘বব বিশ্বাস’-এর মতো ভিন্নধর্মী ভূমিকায় অভিনয় করার পরে আবার একটি অ্যাকশন ফিল্ম করতে চান তিনি। তিনি আরেকটি ‘ধুম’ সিক্যুয়েলের সম্ভাবনার কথাও জানালেন।
ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে অভিষেক বলেন, ‘আমি একটি অ্যাকশন ফিল্ম করতে চাই। গত দুই বছর অনেক ব্যস্ত ছিলাম। দুই বছরে আমি পাঁচ-ছয়টির মতো সিনেমা করেছি। তবে অ্যাকশন ফিল্ম করা হয়নি। এবার একটি অ্যাকশন ফিল্ম করার ইচ্ছা আছে।
সাক্ষাৎকারে ‘ধুম ৪’ সম্পর্কে জিজ্ঞেস করা হলে অভিষেক জানান, এখনো পর্যন্ত এমন কিছু হয়নি। আদিত্য চোপড়া যদি এটি নিয়ে কিছু পরিকল্পনা করতেন তবে তিনি তাকে বলতেন। নতুন সিনেমার বিষয়ে কিছু নিশ্চিত করা বা সিনেমাটির সিক্যুয়েল নিয়ে কিছু অস্বীকারও করেননি অভিনেতা।
২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুম’ বলিউডের অন্যতম সুপারহিট চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও উদয় চোপড়া। এরপর ২০০৬ সালে ‘ধুম ২’-এ অভিনয় করেছেন হৃতিক রোশন ও ঐশ্বরিয়া রাই বচ্চন। সর্বশেষ ২০১৩ সালে ‘ধুম ৩’-এ অভিনয় করেছেন আমির খান, যা বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। প্রায় এক দশক ধরে ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ কিস্তি আসার অপেক্ষায় রয়েছে ভক্তরা। তবে এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা আসেনি সিনেমাটি সম্পর্কে। সূত্র : ইন্ডিয়া টুডে