শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ০১:৪৪:২৫

শ্রাবন্তীর সঙ্গে জিতুকে দেখে চিন্তিত ভক্তরা

শ্রাবন্তীর সঙ্গে জিতুকে দেখে চিন্তিত ভক্তরা

বিনোদন ডেস্ক: দিনটা ছিল ২৯ জুন। সেই দিনই ফেসবুক পোস্টে নবনীতা জানান, দীর্ঘ চার বছরের দাম্পত্যে জিতুর সঙ্গে সম্পর্কে ইতি টনছেন। এরপর শ্রাবন্তীর সঙ্গে নাম জড়ায় তার। আসলে পরপর দুটি ছবিতে জিতু-শ্রাবন্তী জুটি বেঁধেছেন। এর মাঝেই বিবাহবিচ্ছেদের খবর। ব্যাস, দুইয়ে দুইয়ে চার করে ফেলে সাধারণ মানুষ। 

জিতু-শ্রাবন্তীর প্রেমচর্চা নিয়ে যখন হয়ে উঠেছিল হট কেক, তখন সেই গুজব নস্যাৎ করে দেন খোদ জিতুর বউ নবনীতা দাস। অভিনেত্রী বলেন, য রটানো হচ্ছ সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে তাদের পথ আলাদা হয়েছে। তৃতীয় ব্যক্তির কোনও সম্পর্ক নেই। তবুও শ্রাবন্তীর সঙ্গে জিতুকে দেখে নেটিজেনরা তাকে সাবধান করেছেন। 

শ্রাবন্তীর সঙ্গে জিতুকে একফ্রেমে দেখে বেজায় চিন্তিত অভিনেতার ভক্তরা। স্নেহা নামের এক মহিলা লেখেন, 'মন দিয়ে কাজ কর তবে খুব সাবধান'। প্রসঙ্গত, শ্রাবন্তী তার ইনস্টা প্রোফাইলে জিতুর সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন।

সেখানে উপস্থিত স্বয়ং কমলেশ্বর মুখোপাধ্যায়। শট দেওয়ার পর সকলে দেখছিলেন ফ্রেমটা ঠিক আছে কি না। সেই ছবি পোস্ট করতেই দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। শ্রাবন্তীর সঙ্গে জিতুকে দেখে ভক্তরা যেমন চিন্তিত, তেমনই আবার তাঁর আগামী ছবি নিয়ে উৎসাহ দেখিয়েছেন।

নতুন প্রজেক্টের জন্য জিতুকে শুভেচ্ছাও জানিয়েছে ফ্যানরা। প্রসঙ্গত, তিন বার বিয়ে ভেঙেছে শ্রাবন্তীর। ব্যক্তগত জীবনের জন্য চর্চায় থাকেন অভিনেত্রী। তাই পরপর দুটি ছবিতে শ্রাবন্তীর নায়ক যখন জিতু তখনই চিন্তিত অভিনেতার অনুগামীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে