শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ০২:৩৭:৫৮

বক্স অফিসে অক্ষয়ের ওএমজি-২ কে উড়িয়ে দিল সানির গদর-২

বক্স অফিসে অক্ষয়ের ওএমজি-২ কে উড়িয়ে দিল সানির গদর-২

বিনোদন ডেস্ক: ১৫ আগস্টের সপ্তাহে বক্স অফিসে লেগেছে জোরদার লড়াই। তিন খানা তারকাখচিত বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে দেশজুড়ে। যার মধ্যে রয়েছে অক্ষয় কুমারের ওএমজি ২, সানি দেওলের গদর ২ এবং রজনীকান্তের জেলর। 

যদিও জেলরের প্রিমিয়ার হয় বৃহস্পিতিবারে। আর শুক্রবারে হলে এলো গদর-২ এবং ওএমজি-২। আপাতত আয়ের দিক থেকে কয়েক গুণ এগিয়ে রয়েছে সানি দেওলের সিনেমা। রিপোর্ট অনুসারে শুক্রবার প্রথম দিনে ছবি আয় করেছে ৪০ কোটি। 

শুক্রবার হিন্দি সিনেমার বাজারের প্রায় ৬১ শতাংশ দখল করে রেখেছিল সানি দেওল ও আমিশা পাটেলের এই সিনেমা। প্রায় ২৩ বছর আগে মুক্তি পেয়েছিল ‘গদর: এক প্রেম কথা’। ২০০১ সালে বক্স অফিসে ইতিহাস গড়েছিল সেই সিনেমা।

১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট, ভারত-পাক যুদ্ধের প্রেক্ষাপটে ‘গদর ২’। তারা সিং আর সাকিনার চরিত্রে রয়েছেন সানি দেওল আর আমিশা পাটেল। ভারতীয় সেনার সতর্কবার্তা উপেক্ষা করে পাকিস্তানে পা দেবে তারা সিং। ছেলে প্রেম ঘটিত কারণে বন্দি পাকিস্তান সেনার হাতে। 

ছেলেকে ফিরিয়ে আনতে আর পাকিস্তান সেনার দম্ভ চুরমার করে দিতে হাজির হয়ে যায় তারা সিং। গদর ২-তে আরও অভিনয় করেছেন উৎকর্ষ শর্মা, সিমরত কৌর, মণীশ ওয়াধওয়ারা অন্যান্যরা গুরুত্বপূর্ণ ভূমিকায়। গদর ছবির দুটি কালজয়ী গান, ‘ঘর আজা পরদেশি’ এবং ‘ম্যায় নিকলা গড্ডি লেকে’-কেও ব্যবহার করা হয়েছে।

ট্রেড অ্যানালিসিস্টরা মনে করছেন, গদর ২ সপ্তাহান্তেই ছুঁয়ে ফেলবে ১৫০ কোটির ঘর। শাহরুখ খানের পাঠানের ব্যবসাকে টপকে যেতে না পারলেও, প্রায় কাছাকাছিই পৌঁছে যাবে। সেই হিসাবে হয়তো চলতি বছরের দ্বিতীয় সর্বাধিক উপার্জিত বলিউড ছবি হবে গদর-২।

সেদিক থেকে বেশ পিছিয়ে অক্ষয় কুমার, পঙ্কজ ত্রিপাঠি ও ইয়ামি গৌতম অভিনীত ওএমজি-২। ছবি শুক্রবার মুক্তির দিনে আয় করল ৯.৫০ কোটি। তবে এই ছবির রিভিউ নেহাত মন্দ নয়। বেশিরভাগ সমালোচকই পাঁচের মধ্যে সাড়ে তিন কিংবা চার দিয়েছেন। দর্শকদের কাছ থেকে মিলেছে ইতিবাচক প্রতিক্রিয়া। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে