শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ০৫:০৯:৩০

স্বামী ও পরিবার ছাড়া, মা হওয়ার সুখবর প্রথম যাকে দেন আলিয়া!

স্বামী ও পরিবার ছাড়া, মা হওয়ার সুখবর প্রথম যাকে দেন আলিয়া!

বিনোদন ডেস্ক: ১১ আগস্ট মুক্তি পেয়েছে আলিয়া ভাট্টর প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’। এই মুহূর্তে বিশ্বের বিভিন্ন জায়গায় ছবির প্রচারে ব্যস্ত আলিয়া। সঙ্গে অবশ্যই রয়েছেন ‘ওয়ান্ডার ওম্যান’ গল গ্যাডোট এবং জেমি ডরনান। 

মেয়ে রাহা গর্ভে থাকাকালীন ছবিটির শুটিং সারেন নায়িকা। ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুটিংও করেছিলেন অন্তঃসত্ত্বাকালীন অবস্থায়। যা নিয়ে বিস্তর আলোচনাও হয়েছিল দর্শক মহলে। সম্প্রতি ছবির প্রচারে এসে শুটিংয়ের নেপথ্যের গল্পই করলেন অভিনেত্রী। 

আলিয়াকে প্রশ্ন করা হয় এক বারের জন্যও কি ছবিটি ছাড়ার কথা ভেবেছিলেন? যেহেতু অ্যাকশন ছবি এবং সেই সময়ই তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। যদিও বার বার আলিয়া বলে এসেছেন মা হওয়ার প্রভাব কখনও তার পেশাদার জীবনে প্রভাব ফেলেনি।

উত্তরে নায়িকা বলেন, “ওই সেটে আমি খুবই আরামে ছিলাম। সেটের প্রতিটি সদস্য আমার খেয়াল রাখার চেষ্টা করতেন। যদিও বলে তিন মাস না যাওয়া অবধি কাউকে বলতে নেই এই খবর। তবে গলকে আমি জানিয়ে ছিলাম অন্তঃসত্ত্বা হওয়ার কথা। পরিচালক এবং প্রযোজককেও জানিয়েছিলাম। কারণ আমার শারীরিক অবস্থার বিষয়টি জানানোর প্রয়োজন ছিল। আমায় খুবই আগলে রাখতেন তারা।” 

শুটিংয়ের জন্য বিভিন্ন জায়গায় সে সময় যেতে হয়েছিল নায়িকাকে। এমনকি, এমন একটি জায়গায় শুট করছিলেন তাঁরা, যেখানে খুবই গরম। আলিয়া জানান, সেই সময় নায়িকার স্বাস্থ্য নিয়ে কতটা চিন্তিত হয়ে পড়েছিলেন গল। আলিয়া বলেন, “বার বার আমায় সেই সময় জল খেতে বলছিলেন গল। আমার শরীর যেন ঠিক থাকে সেই দিকে সব সময় নজর ছিল তাঁদের।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে