বিনোদন ডেস্ক: জন্মদিন উপলক্ষে ব্যস্ততার মধ্যেও সময় বার করে সাক্ষাৎকারে দিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী। পশ্চিমবঙ্গের গত বিধানসভা নির্বাচনে বাঁকুড়ায় মাত্র ৭৩৫ ভোটে হেরে গিয়েছিলেন। খারাপ লাগে? এমন প্রশ্ন করা হয়।
জবাবে সায়ন্তিকা বলেন, আমার জীবনের অন্যতম দুঃখের একটা দিনের কথা মনে করিয়ে দিলেন। (কিছু ক্ষণ চুপ থাকার পর) এক ভোটে জেতা আর এক লক্ষ ভোটে জেতা— মানুষ জয়ীকেই মনে রাখেন। কে কত ভোটে হেরে গিয়েছিল, তাঁকে কেউ মনে রাখেন না। তাই খারাপ তো লাগেই।
ভোটে জেতা বা হারার পর অনেক বিধায়কের বিরুদ্ধেই অভিযোগ ওঠে, তারা নিজের কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখেন না। কিন্তু সেখানে সমাজ মাধ্যমে ‘পাশে আছি বাঁকুড়া’ হ্যাশট্যাগ তো চর্চায়।
সায়ন্তিকা বলেন, ধন্যবাদ (হাসি)। আসলে নতুন কিছু যদি আমার না জানা থাকে, তা হলে আমি সেটা পরিশ্রম করে জানার চেষ্টা করি। রাজনীতির প্রতি এখন আমার একটা ভাল লাগা তৈরি হয়েছে। উপভোগ করছি।
হেরে গিয়েছিলেন বলেই কি নিজের মধ্যে আরও জেদ চেপে বসেছে? নায়িকা বলেন, আমার প্রশ্ন ছিল, আমি কেন হারব? আমি তো বাঁকুড়ার মানুষ নই। জনগণ দেখছেন নায়িকা এসেছে ভোট চাইতে। হাত নেড়ে চলে যাবে! আমি সেই ধারণাটাই ভাঙতে চাই। প্রথম দিন বাঁকুড়ার মানুষকে যা কথা দিয়েছি, নিজের কাজের মাধ্যমে তা প্রমাণ করছি।
জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে অভিনয় এবং রাজনীতির মধ্যে কোনও একটিকে বেছে নিতে বললে কী করবেন? জবাবে সায়ন্তিকা বলেন, আমি তো একজন শিল্পী। আমার কাছে অভিনয় সব সময়ই প্রথম ভালবাসার মতো, ছাড়তে পারব না। তবে এখন রাজনীতিতেও আমার আসক্তি জন্মেছে। সূত্র: আনন্দবাজার