শনিবার, ১২ আগস্ট, ২০২৩, ০৭:০৭:১৫

'দেবই সেরা', প্রশংসায় পঞ্চমুখ মিঠাই সৌমিতৃষা

'দেবই সেরা', প্রশংসায় পঞ্চমুখ মিঠাই সৌমিতৃষা

বিনোদন ডেস্ক: ১১ আগস্ট সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে দেব ও রুক্মিণী অভিনীত বহু প্রতিক্ষীত বাংলা মুভি ব্যোমকেশ ও দুর্গ রহস্য। চেনা ছকের বাইরে গিয়ে বাঙালি দর্শক দেখল নতুন ব্যোমকেশ আর সত্যবতীর কাহিনি। 

ভোল বদলে ব্যোমকেশের চরিত্রে দেবকে কেমন লাগবে সেটা নিয়ে একটা চাপা উত্তেজনা ছিল বাঙালি দর্শকের। ঠিক সেই রকমই সত্যবতী রুক্মিণীকে নিয়েও উৎসাহ কোনও অংশে কম ছিল না। আসলে ব্যোমকেশ প্রতিটি বাঙালির আবেগ। তাই পর্দায় যতবার ব্যোমকেশ আসে দর্শকও হলমুখী হয়। 

১১ আগস্ট ছিল ব্যোমকেশ ও দুর্গ রহস্যর প্রিমিয়ার। উপস্থিত ছিলেন দেব-রুক্মিণী। ভক্তদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো। হাজির ছিল ইন্ডাস্ট্রির সেলেবরাও। তবে সেই ভিড়ের মাঝে সকলের নজর কাড়লেন ছোট পর্দার মিঠাই রানি সৌমিতৃষা। 

সংবাদমাধ্যমকে তিনি অকপটে বলেন, 'দেবদা-ই সেরা ব্যোমকেশ'। সৌমিতৃষার কথায়, 'আমার মনে হয় যে প্রেজেন্ট সেই বেস্ট। এরপর যে ব্যোমকেশ করবে সেই তখন বেস্ট হবে। যদি দেবদা সবার পছন্দের কথা ভেবে আবার ব্যোমকেশ করে তাহলে সেই সেরা হবে।'

ছোট পর্দার মিঠাই বলেন, 'একটা জিনিস আমার ভীষণ ইউনিক লেগেছে। সন্তান আসছে বলে ধূমপান ছেড়ে দেওয়ার বিষয়টা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আজকের প্রধান খবর ব্যোমকেশ। সেটাই এখন সকলে দেখুক।'

তিনি আরও বলেন, 'আমাদেরও প্রধান খবর আছে। সেটা ডিসেম্বরে আসবে। ব্যোমকেশ ও দুর্গ রহস্য থেকে শুধু আমরাই আশাবাদী নই। যারা ব্যোমকেশের সঙ্গে ভালোভাবে পরিচিত নয় তাদেরও ভালো লাগবে। আসলে দেবদা এমন একটি চরিত্র যাকে যে কোনও চরিত্রে ভীষণ ভালো মানায়। নিজেকে এমনভাবেই তৈরি করে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে