রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১২:৪১:০৬

এক ক্ষুধার্ত ছোট বাচ্চার জন্য যা করলেন শাহরুখকন্যা

এক ক্ষুধার্ত ছোট বাচ্চার জন্য যা করলেন শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক : প্রায়ই সংবাদের শিরোনামে থাকেন শাহরুখকন্যা সুহানা খান। বলিউড অভিষেকের আগেই নেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় তিনি। সম্প্রতি এক টিস্যু বিক্রেতাকে ১০০০ রুপি দিয়ে সাহায্য করে আবারও আলোচনায় এলেন সুহানা। শুক্রবার রাতে মা গৌরী খান ও কয়েকজন বন্ধুর সঙ্গে বান্দ্রার একটি রেস্তোরাঁয় গিয়েছিলেন সুহানা। রেস্তোরাঁ থেকে বেরুনো সময় পাপারাজ্জিরা ছবি তোলার অনুরোধ জানালে মা-মেয়ে দুজনেই হাসিমুখে ছবি তোলেন।

আর তখনই একজন নারী টিস্যু বিক্রেতা সুহানার কাছে সাহায্যের জন্য আসেন। তার একজন ক্ষুধার্ত ছোট বাচ্চা আছে বলেও জানান। তাতেই মন গলে যায় সুহানার। হাত ব্যাগ থেকে ৫০০ রুপির দুটি নোট বের করে সেই বিক্রেতাকে দেন। তাতেই আনন্দে নেচে ওঠেন তিনি। নবীন অভিনেত্রীর মুখেও বিশাল হাসি ফুটে ওঠে।

শিগগিরই বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানার। আর্চি কমিকস’ এর ভারতীয় সংস্করণ ‘দ্য আর্চিস’ সিরিজে যোইয়া আখতারের হাত ধরে নিজের অভিনয় ক্যারিয়ার শুরু করতে চলেছেন তিনি।

সিনেমায় ভেরোনিকা লজের চরিত্রে অভিনয় করবেন তিনি, আর্চি অ্যান্ড্রুজ চরিত্রে অগস্ত্য নন্দা, বেটি কুপারের চরিত্রে খুশি কাপুর ও জুগহেড জোন্সের চরিত্রে বেদাং রায়না রয়েছেন। সিনেমাটি ওটিটিতে মুক্তি পাবে চলতি বছরের শেষ দিকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে