রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ০৮:৪১:২২

ফের যা করে সমালোচনায় শ্রাবন্তী

ফের যা করে সমালোচনায় শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যাঁর অভিনয় সত্যিই নজরকাড়া। তাঁকে বিভিন্ন সময় নানা ঘরানার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে। কমার্শিয়াল ছবি হোক বা অন্য কোনও স্বাদের ছবি, শ্রাবন্তীর অভিনয় সর্বদাই নজরকাড়া। তাঁর ভক্তসংখ্যাও চোখে পড়ার মতো। তবে শুধু তাই নয়, অভিনেত্রীকে একাধিক সময় নানা কারণে ট্রোলড হতেও দেখা গিয়েছে তাঁকে। সেটা তাঁর কোনও ছবিতে দেওয়া সাজ পোশাকের কারণে হোক, কিংবা অভিনেত্রীর জীবনে ঘটে যাওয়া পুরনো কোনও ঘটনাই হোক না কেন, সবমিলিয়ে আলোচনা একেবারে তুঙ্গে পৌঁছায়। অভিনেত্রী অবশ্য এসবে ভীষণভাবে অভ্যস্ত।

১৩ অগাস্ট জন্মদিন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। প্রতি বছর ছেলের সঙ্গে এই দিনটা খানিক কাটানোর চেষ্টা করেন অভিনেত্রী। ছেলেকে নিয়েও একাধিক সময় নানা প্রশ্নের সম্মুখীন হতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাঁর সম্প্রতি একটি ছবিতে দেখা গিয়েছে সাদা খোলামেলা পোশাকে পোজ দিয়েছেন শ্রাবন্তী।

সেখানে নানা মুনির নানা মত, নানা মন্তব্য করতে দেখা গিয়েছে। একজন লিখেছেন, তোমার এইসব উন্মুক্ত বক্ষের ছবি তোমার ছেলে দেখে না শ্রাবন্তী? কেউ আবার লিখেছেন, ‘আরেকটা বোতাম খুলে ছবি তুললে জনগন আরও মজা পেতো’।

শুধুমাত্র এই ছবিতেই নয়, যেকোনও ছবি পোস্ট করলেই অভিনেত্রীর কমেন্ট বক্সে এমন নানা ধরনের মন্তব্যের বন্যা বয়ে যায়। এমনকী ট্রোলিং এমন জায়গায় পৌঁছেছে যে মহানায়ক সম্মান পেতেও তাঁকে তিরস্কৃত হতে হয়েছে ভীষণভাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে