রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ১২:৫৬:২৬

একের পর এক হিট সিনেমার নায়িকা, এক ভুলেই সর্বনাশ!

একের পর এক হিট সিনেমার নায়িকা, এক ভুলেই সর্বনাশ!

বিনোদন ডেস্ক: পুরনো এক মামলায় নতুন করে দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন অভিনেত্রী জয়া প্রদা। চেন্নাইয়ের এগমোর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে ছয় মাসের কারাদণ্ড এবং জরিমানা দেওয়ার সাজা শুনিয়েছে। 

নিজের সিনেমা হলের কর্মীদের ইএসআই এর টাকা না মেটানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। জয়া প্রদা সিনে থিয়েটার নামে একটি সিনেমা হলের মালকিন তিনি। জানা যাচ্ছে, নিজের ভাইয়ের সঙ্গে অংশীদারিত্বে ওই হলটি কিনেছিলেন অভিনেত্রী। পরে যদিও বন্ধ হয়ে যায় সেটা। 

জয়া এবং তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, কর্মচারীদের ইএসআই এর টাকা মেটানো হয়নি। সিনেমা হলের কর্মীরা অভিযোগ করেন, তাদের বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়েছিল। কিন্তু ইএসআই এর টাকা দেওয়া হয়নি। এরপরেই আদালতের দ্বারস্থ হন কর্মীরা।

ইএসআই কর্পোরেশন অভিযোগ দায়ের করে অভিনেত্রী ও তার ভাইয়ের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের আদালতের তরফে সাজা ঘোষণা করা হয় জয়ার বিরুদ্ধে। 

আদালতের তরফে জানা গিয়েছে, ১৯৯১ এর নভেম্বর থেকে ২০০২ এর সেপ্টেম্বর পর্যন্ত মোট ৮,১৭,৭৯৪ টাকা বকেয়া রয়েছে যা কর্মীদের মেটানো হয়নি। জয়া ও তার ভাইকে ওই টাকাটা সত্বর মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। 

জানা যাচ্ছে, জয়া দাবি করেন যে তিনি সব টাকা মিটিয়ে দেবেন। বদলে মামলা তুলে নেওয়ার আবেদন জানান তিনি।  কিন্তু তার আবেদন শোনা হয়নি। আদালতের তরফে অভিনেত্রীকে ৬ মাসের কারাদণ্ড এবং ৫০০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিটাউনে। 

প্রসঙ্গত, সত্তরের দশক থেকে হিন্দি এবং তেলুগু ছবিতে সক্রিয় ভাবে কাজ করেছেন জয়া প্রদা। বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। পরবর্তীতে তিনি রাজ্যসভা এবং লোকসভার সদস্য হন। বিজেপিতেও যোগ দেন জয়া প্রদা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে