বিনোদন ডেস্ক: কয়েক দিন আগেই বিয়ে করেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে। স্বামী ভিকি জৈনের সঙ্গে বিয়ে করেন বিদেশে। খুশি ছিলেন, শেয়ার করেছিলেন ছবি ও ভিডিও।
কিন্তু কিছু দিন যেতে না যেতেই সংসারে দুঃখের ছায়া। হারালেন কাছের মানুষকে। প্রয়াত হলেন তার বাবা শশীকান্ত লোখন্ডে। শনিবার মৃত্যু হয়েছে তার। বয়স হয়েছিল ৬৮ বছর। রবিবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
বাবার শেষযাত্রায় কাঁধ দিতে দেখা দিতে দেখা গিয়েছে অঙ্কিতা। পাশে ছিলেন স্বামী ভিকি জৈনও। হাজির ছিলেন ইন্ডাস্ট্রিতে তাঁর সহকর্মীরা। এদের মধ্যে রয়েছেন, আরতি সিং থেকে শুরু করে শ্রদ্ধা আরিয়া, ওমকার কাপুর, রাজেশ খট্টর, কুশল টন্ডনসহ অনেকেই।
বাবার সঙ্গে দারুণ সম্পর্ক ছিল অঙ্কিতার। তার সমস্ত সিদ্ধান্তে পাশে ছিলেন বাবা। মাস কয়েক আগে পিতৃদিবস উপলক্ষে বাবাকে নিয়ে একটি পোস্টও করতে দেখা যায় তাকে। সেই বাবাই আর নেই। দ্রুত শোক কাটিয়ে উঠুন অঙ্কিতা, এমনটাই চান তার প্রিয়জনেরা।
তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর বাবার শেষকৃত্যের যে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে তাতে চরম কটাক্ষের মুখে পড়েছেন নায়িকার মা। নেটিজেনদের একটা বড় অংশের দাবি, ভিডিয়োগুলিতে তার মাকে হাসতে দেখা গিয়েছে।
একদিন আগেই যে হয়েছেন স্বামী-হারা, তার মুখে হাসি কেন? প্রশ্ন তুলতে দিয়েছে অনেককেই। যদিও ট্রোলিংয়ের মাঝেই অঙ্কিতা পাশে পেয়েছেন তার বন্ধুদের। এ সময় নায়িকাকে আগলে রাখতেই প্রতিশ্রুতিবদ্ধ তারা।