রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ০৫:১৯:৪২

রেখার সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতার কারণেই ভেঙেছিল অক্ষয়-রবিনার বিয়ে!

রেখার সঙ্গে অক্ষয়ের ঘনিষ্ঠতার কারণেই ভেঙেছিল অক্ষয়-রবিনার বিয়ে!

বিনোদন ডেস্ক: নব্বইয়ের দশকে বলিপাড়া কাঁপিয়ে দিয়েছিল অক্ষয় কুমার-রবিনা টন্ডনের জুটি। আজও আট থেকে আশির মনে গেঁথে ‘মোহরা’-র ‘টিপ টিপ বরসা পানি’ গানের গরমাগরম দৃশ্য। 

বলিউডের অলিতে-গলিতে কান পাতলে সে-সময় শোনা যেত, শুধুই পর্দা নয়, ব্যক্তিগত জীবনেও জমে উঠেছিল অক্কি আর রবিনার প্রেম। আজ অক্ষয়-রবিনা দু'জনেই নিজেদের জীবনে সুখি, সংসার-স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত।

তবে, একসময় এই দু'জনই চেয়েছিলেন ঘর বাঁধতে, বিয়ে করতে। তাদের মধ্যে বাগদানও হয়ে গিয়েছিল এবং দুই জনে সে-কথা স্বীকারও করে নেন। রবিনা সংবাদমাধ্যমে এও স্বীকার করেন, তার সঙ্গে অক্ষয় গোপনে মন্দিরে বিয়ে সেরে নিতে চেয়েছিলেন। 

মহিলা ভক্তদের কাছে যাতে তার জনপ্রিয়তা কমে না যায়, সে জন্য তাদের বিয়ের কথা গোপন রাখতে চেয়েছিলেন অক্ষয়। তাতেও রাজি হয়েছিলেন রবিনা। কিন্তু এতকিছুর পরও কেন বিয়ে হল না রবিনা আর অক্ষয়ের সম্পর্ক? রবিনার দাবি ছিল, অক্ষয়কে নাকি একেবারেই ভরসা করা যায় না।

টুইঙ্কল খান্নার সঙ্গে থিতু হওয়ার আগে পর্যন্ত বেশ 'খিলাড়ি' জীবন-ই কাটাতেন অক্ষয়। রবিনার সঙ্গে প্রেমপর্বের মাঝেই একের পর এক নায়িকার সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়েছিল। তালিকায় ছিলেন পূজা বাটরা, শিল্পা শেট্টি। এমনকি ‘খতরোঁ কি খিলা়ড়ি’ ছবির সময় রেখার সঙ্গেও জড়িয়েছিলেন অক্ষয় কুমারের নাম।

টুইঙ্কল খান্নার সঙ্গে থিতু হওয়ার আগে পর্যন্ত বেশ 'খিলাড়ি' জীবনই কাটাতেন অক্ষয়। রবিনার সঙ্গে প্রেমপর্বের মাঝেই একের পর এক নায়িকার সঙ্গে অক্ষয়ের নাম জড়িয়েছিল। তালিকায় ছিলেন পূজা বাটরা, শিল্পা শেট্টি। এমনকি ‘খতরোঁ কি খিলা়ড়ি’ ছবির সময় রেখার সঙ্গেও জড়িয়েছিলেন অক্ষয় কুমারের নাম।

একবার একটি সাক্ষাৎকারে রবিনা বলেন, ‘‘ দু'জনের মধ্যে বিশ্বাসটাই আসল। তবে অক্ষয়ের কাছে এ সবের কোনও মূল্য নেই। ও আশা করে, প্রতি বারই আমি ওকে মাফ করে দেব। প্রায় তিন বছর সহ্য করেছিলাম, আর পারছিলাম না।''

সাদামাটা ভাবেই বাগদানের অনুষ্ঠান হয়েছিল অক্ষয়-রবিনার। রবিনা মন থেকে সম্পর্কটার পরিণতি চেয়েছিলেন। বিয়ের আগে থেকেই অভিনয় ছেড়ে দেবেন বলেও স্থির করেছিলেন। রবিনা জানান, একটি মন্দিরে তাদের বাগদানের অনুষ্ঠান হয়েছিল। রবিনা আর অক্ষয়ের পরিবার এসেছিল দিল্লি থেকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে