বিনোদন ডেস্ক: কলকাতার বিলাসবহুল আবাসনে ৩৭ তলায় নায়িকার ফ্ল্যাট। সেখান থেকে প্রায় গোটা কলকাতা দৃশ্যমান। নীচের দিকে নয়, বরং তিনি চোখ রাখেন আকাশে। চাঁদের আলো তাকে বড় টানে।
নায়িকার জন্মদিনের আগে সেই ফ্ল্যাটেই আড্ডা। সেই আড্ডায় রুপোলি পর্দার নায়িকা নন, কখনও ধরা পড়লেন বাড়ির মেয়ে, কখনও ঝিনুকের মা। ইদানীং শরীরচর্চার দিকে বেশি নজর দিচ্ছেন তিনি।
শ্রাবন্তী বলেন, শরীরের দিকে একটু বাড়তি নজর দিচ্ছি তো বটে। আসলে আমি খেতে খুব ভালবাসি। কিন্তু মাঝে লাগামছাড়া খাওয়া দাওয়া হচ্ছিল। তাই ভাবলাম, নাহ্ এ বার শরীরের যত্ন নিতে হবে। ফিটনেসটা আমাদের পেশায় খুব দরকার।
এই মুহূর্তে টলিউডের বিবাহিত নায়িকাদের স্বামীরা হয় পরিচালক-প্রযোজক কিংবা অভিনেতা। সিঙ্গেল নায়িকাদের কি অসুবিধা হয়? নায়িকার কথায়, আসলে এটা তাদের ভাগ্য যে, তাদের এমন সংযোগ হয়েছে। তারা বিয়ে করেছেন। আর এই সবার সঙ্গে আমার ভাল সম্পর্ক।
বিয়ে করে নতুন করে কি জীবন শুরু করতে চান? প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, এখনও বিবাহবিচ্ছেদের মামলা চলছে। বন্ধুবান্ধব আছে। আমি আর বিয়ে করতে চাই না। এখন শুধু কাজই আমার প্রেম। সূত্র: আনন্দবাজার