রবিবার, ১৩ আগস্ট, ২০২৩, ০৭:২৭:০২

আমার কৃতিত্বে বাবা-মা খুব একটা খুশি নন: পঙ্কজ ত্রিপাঠি

আমার কৃতিত্বে বাবা-মা খুব একটা খুশি নন: পঙ্কজ ত্রিপাঠি

বিনোদন ডেস্ক: এই মুহূর্তে ওটিটির রাজা তিনি। একের পর এক সিরিজ হিট তার। শুধু যে সিরিজ হিট তা নয়, সিনেমাতেও তিনি কাজ করছেন চুটিয়ে। কথা হচ্ছে পঙ্কজ ত্রিপাঠির। সম্প্রতি তাকে দেখা গিয়েছে ‘ওএমজি’ ২তে। 

এমন পঙ্কজ নিজেকে নিয়ে ফাঁস করেছেন কিছু অজানা তথ্য। বিহারের বেলাসন্দের ছেলের এখন মুম্বাইয়ে রাজত্ব করলেও জানেন কি তার বাবা-মা একেবারেই পঙ্কজের অভিনয় নিয়ে উৎসাহিত নয়।

পঙ্কজের খোলামেলা বক্তব্য, “আমার কৃতিত্বে বাবা বিশেষ খুশি নন”। এমনকি তিনি এও জানান, এখনও পর্যন্ত তার বাবা কোনওদিন কোনও সিনেমা হলে যাননি। নতুন বাড়ি কিনে ছিলেন পঙ্কজ। গৃহপ্রবেশে বাবাকে নিয়ে এসেছিলেন সেই বাড়িতে। কিন্তু সুন্দর বাড়ি দেখে বাবার বিশেষ কোনও প্রতিক্রিয়াও হয়নি বলেই জানিয়েছেন অভিনেতা। 

পঙ্কজ যোগ করেন, “আমার কৃতিত্বে বাবা খুব একটা খুশি নন। বাবা এখনও জানেন না আমি সিনেমাতে ঠিক কী করি। সিনেমা হল ভিতর থেকে দেখতে কেমন হয় সে বিষয়েও এখনও পর্যন্ত বাবার কোনও ধারণা নেই। মাঝেমধ্যে টিভি অথবা কম্পিউটারে তিনি আমার কাজ দেখেন। তাই যদি সেটি অন্য কেউ তাকে দেখায় তবেই দেখেন তিনি।”

আর মা? মা-ও কি বাবার মতোই ছেলের কাজে গর্বিত নন? পঙ্কজের উত্তর, “আমার মা আমাকে টিভিতে দেখেন, আর তখনই ফোন করে বলতে থাকেন, ‘এত রোগা হয়ে গিয়েছ। ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না’। আমার অভিনয় নিয়ে তাঁর কোনও বক্তব্য থাকে না।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে