সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ১২:২৯:০১

এবার পরীমণি জানালেন, 'জীবন কিসে আটকায়'

এবার পরীমণি জানালেন, 'জীবন কিসে আটকায়'

বিনোদন ডেস্ক : সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিং বা আলোচনায় আছে একটি বিষয়। তা হলো, নারী কিসে আটকায়। সবার উৎকণ্ঠা যেন এ একটা বিষয় নিয়েই। পৃথিবীর ধনী, ক্ষমতাধর, সুদর্শন কিংবা সুকণ্ঠি পুরুষেরা তাদের সঙ্গীদের ভালোবাসায়, সংসার জীবনে আটকে রাখতে পারছেন না।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগরির আলাদা থাকার ঘোষণার পরই আলোচনাটির সূত্রপাত। সামাজিক যোগাযোগমাধ্যমে বইতে শুরু করে পোস্টের ঝড়। এর মধ্যে একটি পোস্টে প্রশ্ন ছিল এমন—জাস্টিন ট্রুডোর ক্ষমতা, বিল গেটসের টাকা, হাকিমির জনপ্রিয়তা, হুমায়ুন ফরিদীর ভালোবাসা, তাহসানের কণ্ঠ কিংবা হৃত্বিক রোশানের স্মার্টনেস, কোনো কিছুই নারীকে আটকাতে পারেনি। বলতে পারবেন নারী কিসে আটকায়?

বিষয়টি নিয়ে কেউ করছেন ইতিবাচক মন্তব্য, কেউবা নেতিবাচক। কেউ ঠাট্টায় উড়িয়ে দিচ্ছেন, কেউবা হচ্ছেন বিরক্ত। নেটিজেন সঙ্গে এ প্রসঙ্গে যোগ দিয়েছেন তারকাও।

তবে এ প্রসঙ্গে ভিন্ন প্রতিক্রিয়া জানালেন ঢালিউডের ডানা কাটা পরী। ফেসবুকের এক পোস্টে তিনি লেখেন- ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কিসে এতো আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে