সোমবার, ১৪ আগস্ট, ২০২৩, ০৭:৩০:২০

আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু: তাসনিয়া ফারিণ

আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু: তাসনিয়া ফারিণ

বিনোদন ডেস্ক : নাটকের দুই জনপ্রিয় তারকা তাহসান ও তাসনিয়া ফারিণ প্রেম করছেন বলে মাস খানেক আগে খবর ছড়িয়ে পড়ে। নাটকপাড়ার বাতাসে শোনা যায় যে চুপিসারে সংসারও নাকি করছেন তারা।

এ খবরে বিরক্ত হয়েছিলেন তারা দুজনেই। গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন তাহসান ও ফারিণ।

ব্যক্তিগত জীবন নিয়ে এমন তথ্য মিথ্যা, ভ্রান্ত ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন ফারিণ। অভিনেত্রী বলেছিলেন, ‘এসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। কারণ কথা বললে বিষয়টি অকারণেই সামনে আসবে।’

তাহসান বলেছিলেন, ‘আমি ও ফারিণ নাকি সংসার করছি! আসলে আমি ও ফারিণ একটি নাটকে অভিনয় করেছিলাম। যেটার সিক্যুয়েলও হয়। নাটকের গল্প সংসার জীবন নিয়ে। সেখান থেকে নাটকের কাহিনী বাস্তব জীবনের সঙ্গে মিলিয়ে অনেকেই সংবাদ প্রকাশ করেছেন। এটা খুবই বিব্রতকর।’

সোমবার বিকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। 
ফারিণ কৈশোরের প্রেমিককে বিয়ে করেছেন। তার স্বামীর নাম শেখ রেজওয়ান।  অভিনেত্রীর দাবি তার সঙ্গে প্রায় সাড়ে আট বছর প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করেছেন। তিনি আরও জানিয়েছেন, তার স্বামী বিদেশে কর্মরত।

ফারিণ শুক্রবার পারিবারিক আয়োজনে ছোট পরিসরে আকদ সেরেছেন। তার বরের নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত রয়েছেন। দীর্ঘ সাড়ে আট বছর প্রেমের পর সম্পর্ককে পূর্ণতা দিলেন তারা।

ফেসবুক স্ট্যাটাসে ফারিণ লিখেছেন- ‘সাড়ে আট বছরের ভালোবাসা, বন্ধুত্ব ও একসঙ্গে পথচলার পর আমরা অবশেষে গত ১১ আগস্ট বিয়ে করেছি। যদিও এটা অনেক লম্বা সময়, তবু এখনো তুমি আমার হৃদয়কে ঠিক প্রথম দিনের মতোই আন্দোলিত কর। আমি তোমার মধ্যে শান্তি খুঁজে পেয়েছি। বাইরের কোলাহল থেকে দূরে আমরা নিজেদের একটা জগত তৈরি করেছি।’

ফারিণ যখন কলেজের ছাত্রী, তখনই এ প্রেমের সূচনা। তিনি বলেন, ‘ক্যামেরার সামনে আসার আগে আমি যখন কলেজছাত্রী, তখন আমাদের ভালোবাসা শুরু। তোমার আগে আমার জীবন দ্রুত বদলে গেছে। তবে আমার কাজের সঙ্গে যুক্ত না থেকেও তুমি আমার পাশে ছায়ার মতো ছিলে, সব সময় আমাকে উৎসাহ দিয়ে আমার সাপোর্ট সিস্টেম হয়ে ছিলে।’

কাজের চেয়ে নিজেদের সম্পর্ককেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন বলে জানালেন ফারিণ। সেই সঙ্গে সর্বদা চেষ্টা করেছেন দীর্ঘ দিনের লালিত স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে। 

এই অভিনেত্রী বলেন, ‘আমাদের কৈশোরের ভালোবাসা অবশেষে প্রত্যাশিত পূর্ণতা পেল। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে, আমি একজন হাসব্যান্ড পেয়েছি। মনে হচ্ছে, আমি বেঁচে থাকা সবচেয়ে ভাগ্যবান মেয়ে।’

সবশেষে ফারিণ জানান, তার বর শেখ রেজওয়ান বিদেশে কর্মরত। তাই বিয়ের আনুষ্ঠানিকতা তাড়াহুড়োয় সেরেছেন। তবে আগামীতে জাঁকজমক অনুষ্ঠান করার পরিকল্পনাও রয়েছে তাদের। 

নতুন জীবনের জন্য ভক্তদের কাছে দোয়া চেয়ে অভিনেত্রী বলেন, ‘আমার জীবনের এই সুন্দর অধ্যায়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে